সরকারের কথা মানলেই WhatsApp-এ আসবে বড় বদল, প্রভাব পড়তে পারে ব্যবহারকারীদের
Last Updated:
advertisement
1/5

hatsApp-এ আসতে চলেছে বড়সড় বদল। কেন্দ্রীয় সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম WhatsApp-কে বলেছে প্রত্যেকটি মেসেজকে ডিজিটালি ফিঙ্গারপ্রিন্ট দিতে।
advertisement
2/5
WhatsApp থেকে পাঠানো প্রত্যেকটি মেসেজে থাকতে হবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু এতে এনক্রিপশন যেন না ভাঙে। এর ফলে WhatsApp-এ শেয়ার করা প্রত্যেকটি কনটেন্টকে ট্রেস করা সম্ভব হবে।
advertisement
3/5
মেসেজ না পরে WhatsApp এটাও জানতে পারবে যে মেসেজটি কে কে পড়েছে আর কে কে ফরওয়ার্ড করেছে।
advertisement
4/5
সরকার WhatsApp-কে বলেছে: ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তাঁরা জানতে পারবে কোন মেসেজের উৎস কোথা থেকে ৷ সরকার বলেছে যে তাঁরা মেসেজের কনটেন্ট পড়তে চান না।
advertisement
5/5
কিন্তু যদি কোন ভুল মেসেজ তাঁরা দেখতে পায়, আর WhatsApp-এর কাজ থেকে তাঁরা জানতে যায় যে মেসেজ কথা থেকে শুরু হয়েছে সেটা যেন WhatsApp তাদের জানাতে পারে। কোম্পানিকে এর জন্য একটা রাস্তা বার করতে হবে।