প্যান্টের কোন পকেটে ফোন রাখেন? ৯০ শতাংশ মানুষ জানেন না, বড় ভুল করেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Smartphone Tips: প্যান্টের কোন পকেটে ফোন রাখা ভাল! অনেকেই জানেন না। বহু মানুষ না জেনেই প্যান্টের যে কোনও একটা পকেটে ফোন রাখেন। তা কিন্তু একেবারেই উচিত নয়। না জানলে শরীরের চরম ক্ষতি হবে।
advertisement
1/7

প্যান্টের কোন পকেটে ফোন রাখা ভাল! অনেকেই জানেন না। বহু মানুষ না জেনেই প্যান্টের যে কোনও একটা পকেটে ফোন রাখেন।
advertisement
2/7
স্মার্টফোন এখন আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন ছাড়া অনেকেরই একটা গোটা দিন কাটানো মুশকিল হয়ে যাবে। সারাদিনে ফোন বেশিরভাগ সময়ই আমাদের কাছাকাছিই থাকে। অনেকে দিনের বেশিরভাগ সময় পকেটে রাখেন ফোন।
advertisement
3/7
স্মার্টফোনের রেডিয়েশন আমাদের শরীরের জন্য খারাপ। তা আমরা সবাই কম-বেশি জানি। তবুও কিছু করার নেই। ফলে সারাদিন ফোন পকেটে বা শরীরের কাছাকাছি রাখা যে খারাপ তা আর বলে দেওয়ার দরকার পড়ে না।
advertisement
4/7
পুরুষ হোক বা মহিলা, অনেকেই ফোন রাখেন প্যান্টের পকেটে। তবে প্যান্টের কোন পকেটে ফোন রাখতে হয়, তা অনেকেই জানেন না।
advertisement
5/7
অনেকেই জামার পকেটে ফোন রাখেন। এমনটা করা একেবারেই উচিত নয়। এতে ফোন থেকে নির্গত রেডিয়েশন সরাসরি শরীরের ক্ষতি করতে পারে।
advertisement
6/7
ফোন রাখতে হবে বিশেষ কায়দায়। ফোনের ডিসপ্লে যেন উপরের দিক থাকে। তবে আমরা অনেক সময়ই উল্টোটা করি। যাতে ফোনের ডিসপ্লে ক্ষতিগ্রস্থ না হয়।
advertisement
7/7
ফোন সব সময় প্যান্টের পিছন দিকের পকেটে রাখা ভাল। তবে অনেকেই ডান বা বাঁ দিকে ফোন রাখেন। তা কিন্তু একেবারেই উচিত নয়।