TRENDING:

How To Use Table Fan For Cooling: টেবিল ফ্যানের গরম হাওয়ায় নাকাল? এই পদ্ধতি মানুন, হবে বরফের মতো ঠান্ডা হাওয়ায় ঘুম

Last Updated:
How To Use Table Fan For Cooling: কিন্তু সাধারণ মানুষের সকলের হয়ত এসি কেনার ক্ষমতা নেই, সেক্ষেত্রে টেবিল ফ্যানকেই বিশেষ পদ্ধতিতে ব্যবহার করা যায়৷
advertisement
1/6
টেবিল ফ্যানের গরম হাওয়ায় নাকাল? এই পদ্ধতি মানুন, হবে বরফের মতো ঠান্ডা হাওয়া
প্রবল গরমে সাধারণ মানুষের নাকাল হওয়ার জোগাড়৷ এর মধ্যে কোনও না কোনও পদ্ধতিতে ঘর ঠাণ্ডা রাখার চেষ্টা করা হচ্ছে৷ কিন্তু সাধারণ মানুষের সকলের হয়ত এসি কেনার ক্ষমতা নেই, সেক্ষেত্রে টেবিল ফ্যানকেই বিশেষ পদ্ধতিতে ব্যবহার করা যায়৷
advertisement
2/6
হ্যাঁ, টেবিল ফ্যানকেই এমন করে ব্যবহার করা সম্ভব যাতে হুহু করে আসা ঠাণ্ডা হাওয়ায় অনুভূতি হবে এসির মতোই৷ রাতে নিশ্চিন্তে ঘুমের ব্যবস্থাও হবে৷ ফলে, খরচ বাঁচবে এবং কম আয়োজনে ঘরকে ঠাণ্ডা করতে পারবেন যে কেউ৷
advertisement
3/6
গরম কালে সিলিং ফ্যানের হাওয়া অনেক সময়েই গরম লাগে বলে অনেকে টেবিল ফ্যান ব্যবহার করতে চেষ্টা করেন৷ কিন্তু তাতেও ঘরের ভিতরের গরম হাওয়া ঘুরতে থাকে বলে হাওয়া তেমন একটা ঠাণ্ডা হয় না৷ ফলে গরম হাওয়াই আরও একটু গতিতে শরীরে এসে লাগে৷
advertisement
4/6
টেবিল ফ্যান ব্যবহারের নিয়মের আগে জেনে নিতে হবে, সাধারণত ঘরের দেওয়ালে যদি সরাসরি সূর্যের তাপ লাগে, তা হলে সেই ঘর বেশি উষ্ণ হয়, আর যে খানে অপেক্ষাকৃত কম তাপ লাগে সেই ঘর ঠাণ্ডা হয়৷ সেই কারণে একতলার ঘর হয় ঠাণ্ডা আর সবচেয়ে উপরের তলার ঘর হয় সবচেয়ে গরম৷
advertisement
5/6
বলা হচ্ছে, যাদের বাড়িতে সূর্যের আলো সরাসরি আসে, তারা যেন টেবিল ফ্যানটিকে জানলার দিকে মুখ করে রাখেন৷ এতে ঘরের গরম হাওয়া বাইরে বেরিয়ে যাবে ও বাইরের অপেক্ষাকৃত ঠাণ্ডা হাওয়া ঘরের মধ্যে আসবে৷ এটি রাতের ক্ষেত্রে বিশেষ ভাবে প্রযোজ্য৷
advertisement
6/6
আপনার বাড়ির আশেপাশে যদি গাছপালা থাকে, তা হলে তো কথাই নেই, আরও বেশি করে ঠাণ্ডা বাতাস ঘরে টেনে নিয়ে আসবে আপনার টেবিল ফ্যান৷ তাতে আপনার ঘর খুবই ঠাণ্ডা থাকবে৷ বাইরের ঠাণ্ডা বাতাস টেনে আনার জন্য অবশ্য ফ্যানটিকে আপনার দিকে ঘুরিয়ে রাখতে পারেন৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
How To Use Table Fan For Cooling: টেবিল ফ্যানের গরম হাওয়ায় নাকাল? এই পদ্ধতি মানুন, হবে বরফের মতো ঠান্ডা হাওয়ায় ঘুম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল