একই ফোনে খোলা যায় দু’টো আলাদা WhatsApp অ্যাকাউন্ট, দেখে নিন কীভাবে
Last Updated:
advertisement
1/6

• WhatsApp এখন আমাদের জীবনের এতটাই অপরিহার্য অঙ্গ যে এই চ্যাটিং অ্যাপটি ছাড়া এক মুহূর্ত চলে না আমাদের ৷ তবে WhatsApp-র একটি সমস্যা হল একটি ফোন থেকে দু’টি অ্যাকাউন্ট চালানো যায় না ৷
advertisement
2/6
• আসলে অনেকেই এই পদ্ধতিটি জানেন না বলে এমন কথা বলেন ৷ আসলে কিন্তু একই ফোন থেকে দু’টি WhatsApp অ্যাকাউন্ট খোলা সম্ভব ৷ কীভাবে তা জেনে নিন ৷
advertisement
3/6
• যদি আপনার OPPO ফোন থাকে তাহলে সেটিংসে গিয়ে ক্লোন অ্যাপ অপশনটি বেছে নিতে হবে আপনাকে ৷ যদি Honor-র ফোন থাকে, তাহলে ট্যুইন অ্যাপে ক্লিক করুন ৷ Shiomai-এর ফোন হলে ক্লিক করতে হবে ডুয়েল অ্যাপে ৷
advertisement
4/6
• ক্লিক করার পর সমস্ত অ্যাপের একটি তালিকা ওপেন হবে ৷ সেখান থেকে WhatsApp সিলেক্ট করে নিতে হবে ৷
advertisement
5/6
• অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও প্যারালাল অ্যাপের অপশন থাকে ৷ সেখান থেকে WhatsApp সিলেক্ট করে নিতে হবে ৷ এরপরেই হোম স্ক্রিনে নতুন একটি WhatsApp দেখা যাবে ৷
advertisement
6/6
• এবার থেকে আপনি দু’টি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন ফোনে ৷