Telecom Bill 2023 Pass: পাস হয়েছে টেলিকম বিল ২০২৩: পুরোপুরি বদলে যাবে আপনার ফোন সংক্রান্ত নিয়ম, কী প্রভাব পড়বে ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এই আইন জারি হয়ে গেলে, যেকোনও অবাঞ্ছিত কল সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হবে বলে দাবি।
advertisement
1/8

বড়সড় পরিবর্তন আসছে টেলিকম আইনে। সারা দেশে জারি হবে এই আইন। আর তার ফলে সুবিধা পাবেন সারা দেশের মানুষ। এমনই জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
advertisement
2/8
এই আইন জারি হয়ে গেলে, যেকোনও অবাঞ্ছিত কল সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হবে বলে দাবি। এমনকী কোনও ব্যক্তি বা সংস্থা অবাঞ্ছিত কল করলে তাদের ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। শুধু তাই নয়, যদি বারং বার এই অবাঞ্ছিত কলের অভিযোগ পাওয়া যায়, তাহলে জরিমানার অঙ্ক আরও বাড়বে। সেটা গিয়ে দাঁড়াবে ২ লক্ষ টাকায়। এর পাশাপাশি আরও কঠোর ব্যবস্থা নিতে চলেছে সরকার। সেক্ষেত্রে অবাঞ্ছিত কল যারা করবে তাদের সমস্ত সংযোগ বন্ধ করে দেওয়া হবে।
advertisement
3/8
শুধু কল নয়। বার্তা পাঠানোর ক্ষেত্রেও জারি হতে চলেছে নতুন নিয়ম। গ্রাহককে কোনও বার্তা পাঠানোর আগে তার অনুমোদনের প্রয়োজন হবে।
advertisement
4/8
সিম কার্ড দেওয়ার আগেও গ্রাহককে যাচাই করা হবে। গ্রাহককে চিহ্নিত না করে সিম কার্ড দেওয়া হবে না। সেক্ষেত্রে সিম গ্রাহকের বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হবে।
advertisement
5/8
কোনও ব্যক্তি বা সংস্থা টেলিকম পরিকাঠামোর ক্ষতিসাধন করলে বা চেষ্টা করলে তার তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। টেলিকম ফাইবার কাটা বা টাওয়ার ভাঙার ক্ষেত্রে শাস্তির পরিমাণ আরও বাড়বে। সেক্ষেত্রে ২ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
advertisement
6/8
তবে এই রেগুলেশন বিল থেকে বাদ দেওয়া হচ্ছে OTT অ্যাপগুলিকে। যদিও ডেটা নেটওয়ার্ক লঙ্ঘন করা হলে জরিমানা করা হবে। বিদেশ থেকে জালিয়াতির চক্র চালানো হ্যাকারদের ক্ষেত্রেও এই একই আইন প্রযোজ্য হবে।
advertisement
7/8
সব থেকে বড় বিষয় হল সরকার যেকোনও ব্যক্তির উপর নজরদারি চালাতে পারবে। তাদের বার্তাগুলি দেখতে পারবে। জাতীয় নিরাপত্তার জন্য এই পদক্ষেপ বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, সরকার চাইলে যেকোনও ব্যক্তির বার্তা প্রেরণ অধিকারও বন্ধ করে দিতে পারে।
advertisement
8/8
আবার সরকার টেলিকম সংস্থাগুলিকেও নির্দেশ দিতে পারে জনস্বার্থে যেকোনও বার্তা পাঠানোর জন্য।