Immersion Rod: প্লাস্টিকের বালতিতে ইমারসন রড দিয়ে জল গরম করছেন? খুব সাবধান, এক ভুলেই জ্বলে, পুড়ে যেতে পারে...এখনই জানুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Immersion Rod: প্লাস্টিকের বালতিতে ইমারসন রড দিয়ে জল গরম করার ক্ষেত্রে কয়েকটি বিধিনিষেধ মেনে চলা উচিত।
advertisement
1/9

mmerso শীতকালে স্নান করতে গেলেই শুরু হয় কাঁপুনি। গরম জল ছাড়া স্নান করার কথা কেউ ভাবতেই পারেন না। জল গরম করার জন‍্য যে দুটি জিনিসের সবচেয়ে বেশির প্রচলিত, এর একটি হল গিজার, অন‍্যটি ইমারসন রড।
advertisement
2/9
গিজারের চেয়েও ইমারসন রডের ব‍্যবহার অনেক বেশি। কারণ এটি গিজারের চেয়ে অনেক সস্তা। এতে বিদ‍্যুতের খরচও বাঁচে। ব‍্যবহারও খুব সহজ।
advertisement
3/9
সারা বছর জুড়ে ইমারসন রডের বেশি কদর না থাকলেও, শীতকালে এর কদর বেড়ে যায়। তবে ইমারসন রড ব‍্যবহার করা কিন্তু মোটেই চাট্টিখানি কথা নয়।
advertisement
4/9
ইমারসন রড ব‍্যবহারের ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম মেনে চলা উচিত। নাহলে বড় ক্ষতি হতে পারে। এমনকি বিপদও হতে পারে।
advertisement
5/9
সচরাচর বেশিরভাগ জনে প্লাস্টিকের বালতিতে ইমারসন রড ডুবিয়ে জল গরম করেন। কিন্তু প্লাস্টিকের বালতিতে ইমারসন রড দিয়ে জল গরম করার ক্ষেত্রে কয়েকটি বিধিনিষেধ মেনে চলা উচিত।
advertisement
6/9
ইলেকট্রিশিয়ান নয়ন জৈন জানালেন, প্লাস্টিক নয়, কোনও ধাতুর বালতিতে ইমারসন রড দিয়ে জল গরম করাই শ্রেয়। স্টিলের বা অ‍্যালুমিনিয়ামের বালতি ব‍্যবহার করাই ভাল।
advertisement
7/9
তবে, প্লাস্টিকের বালতি ব‍্যবহার করলে খেয়াল রাখুন রড যেন বালতির গায়ে না লেগে থাকে। জল বালতির নির্দিষ্ট মাত্রা পর্যন্ত পূরণ করুন।
advertisement
8/9
বালতিকে সরাসরি মেঝেতে রাখবেন না। কোনও কিছুর ওপর রাখুন। যেকোনও পাত্রেই ইমারসন দিয়ে জল গরম করার ক্ষেত্রে অবশ‍্যই এই নিয়ম মনে রাখুন।
advertisement
9/9
নিমজ্জিত রড চালু থাকা অবস্থায় বালতিতে হাত দেবেন না। পাত্রটি বন্ধ করার পরে এবং প্লাগটি সরানোর পরেই স্পর্শ করুন। শিশু এবং পোষা প্রাণীদের নাগালের বাইরে রাখুন।