TRENDING:

১ টন এসি বড় ঘরে লাগালে কী হবে? বাজারে তো দেড় টন AC কেনার হিড়িক!

Last Updated:
1 Ton Air Conditioner- ১ টন এসি বড় ঘরে লাগালে কী হতে পারে? এসির কার্যকারিতা নির্ভর করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর।
advertisement
1/6
১ টন এসি বড় ঘরে লাগালে কী হতে পারে? বাজারে তো দেড় টন AC কেনার হিড়িক!
কত টনের এসি কেনা উচিত, তা নির্ভর করে ঘরের আকারের উপর। অনেকেই বড় ঘরে ১ টনের এসি লাগিয়ে বসেন। এতে ঘর ঠান্ডা তো হবেই না, উল্টে এসি খারাপ পর্যন্ত হয়ে যেতে পারে। আসলে ১ টন এসি শুধুমাত্র ছোট বা মাঝারি ঘরের জন্য উপযুক্ত।
advertisement
2/6
১ টন এসি বড় ঘরে লাগালে কী হতে পারে? এসির কার্যকারিতা নির্ভর করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। যেমন -ঘরের আয়তন: ঘর কত বড় এবং তার উচ্চতা কেমন, তা এসির ক্ষমতার ওপর প্রভাব ফেলে।ইনসুলেশন: ভাল ইনসুলেশন থাকলে বাইরের তাপ সহজে ভেতরে আসতে পারে না, ফলে কম ক্ষমতার এসিতেও ঘর শীতল রাখা সম্ভব হয়।
advertisement
3/6
ঘরে থাকা মানুষের সংখ্যা: বেশি মানুষ থাকলে তাপ উৎপন্ন হয় বেশি, ফলে বেশি টন এসি প্রয়োজন হতে পারে।ইলেকট্রনিক যন্ত্রপাতির সংখ্যা: টিভি, কম্পিউটার, ফ্রিজের মতো ডিভাইস থেকেও তাপ উৎপন্ন হয়, ফলে এসির লোড বাড়ে।ঘরের অবস্থান: পশ্চিম বা দক্ষিণমুখী ঘর হলে বেশি তাপ প্রবেশ করে, যার ফলে বেশি ক্যাপাসিটির এসি দরকার হয়।
advertisement
4/6
যদি বড় ঘরে ১ টন এসি লাগানো হয়, তাহলে কী হতে পারে?ঘর ঠিকমতো ঠান্ডা হবে না: ১ টন এসি যদি প্রয়োজনের তুলনায় ছোট হয়, তাহলে এটি যথেষ্ট পরিমাণ ঠান্ডা বাতাস তৈরি করতে পারবে না, ফলে ঘর গরম থাকবে।এসি বেশি সময় ধরে চলবে: ঘর শীতল করতে এসিকে দীর্ঘক্ষণ চালতে হবে, ফলে বিদ্যুৎ খরচ বেড়ে যাবে। বিদ্যুৎ বিল বেশি আসবে।এসির আয়ু কমে যাবে: এসির ওপর অতিরিক্ত চাপ পড়লে এর কম্প্রেসর দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তখন রক্ষণাবেক্ষণের খরচ বাড়বে।
advertisement
5/6
সমস্যার সমাধান কী?যদি ১ টন এসি ঘরকে পর্যাপ্তভাবে ঠান্ডা করতে না পারে, তাহলে কয়েকটি পদক্ষেপ নেওয়া যায়।ইনসুলেশন ভাল করতে হবে: জানালায় পর্দা লাগান, দেয়ালে ইনসুলেশন ব্যবহার করুন, যাতে বাইরের গরম ভেতরে আসতে না পারে।অতিরিক্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি কমান: ঘরে থাকা টিভি, কম্পিউটার, ফ্রিজের মতো যন্ত্রপাতি কম ব্যবহার করুন, কারণ এগুলো তাপ উৎপন্ন করে।
advertisement
6/6
পর্দা বা ব্লাইন্ড ব্যবহার করুন: ঘরে সরাসরি সূর্যালোক প্রবেশ করলে তা ঘরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। তাই জানালায় ব্লাইন্ড বা গাঢ় পর্দা ব্যবহার করুন।বড় এসি ব্যবহার করুন: যদি ঘর সত্যিই বড় হয়, তাহলে ১ টনের পরিবর্তে ১.৫ বা ২ টন এসি ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
১ টন এসি বড় ঘরে লাগালে কী হবে? বাজারে তো দেড় টন AC কেনার হিড়িক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল