TRENDING:

Scam: ঘুরতে যাবেন বলে অনলাইনে হোটেল বুক করছেন? নিমেষে খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সাবধান...

Last Updated:
Scam: অনেকেই সরাসরি সেই হোটেলের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিজেরাই হোটেল বুক করেন। সেই সুযোগে ভারতে পাল্লা দিয়ে বেড়ে চলেছে অনলাইন হোটেল বুকিং স্ক্যাম।
advertisement
1/11
অনলাইনে হোটেল বুক করছেন? নিমেষে খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সাবধান...
*বর্তমান সময়ে বিভিন্ন স্ক্যামের সঙ্গে সঙ্গে অনলাইন হোটেল বুকিং স্ক্যামও পাল্লা দিয়ে বেড়ে চলেছে। চলছে উৎসবের মরশুম, এই সময় বেড়াতে যাচ্ছেন অনেকেই। শীতের মরশুমেও ভারতে ঘুরতে যাওয়ার চাহিদা বেড়ে যাবে। এই সময় অনেকেই কোনও না কোনও জায়গায় বেড়াতে যান। ফলে ট্রেন থেকে শুরু করে হোটেলের চাহিদা খুবই বেশি থাকে। সংগৃহীত ছবি। 
advertisement
2/11
*প্রায় সকলেই চান আগে থেকেই নিজেদের পছন্দের জায়গার হোটেল বুক করে রাখতে। তার জন্য বিভিন্ন ওয়েবসাইট এবং ট্র্যাভেল এজেন্ট থাকলেও, অনেকেই সরাসরি সেই হোটেলের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিজেরাই হোটেল বুক করেন। অন্যদিকে, এরই সুযোগে ভারতে পাল্লা দিয়ে বেড়ে চলেছে অনলাইন হোটেল বুকিং স্ক্যাম। সংগৃহীত ছবি। 
advertisement
3/11
*জালিয়াতরা অনলাইন হোটেল বুকিং স্ক্যামের মাধ্যমে বিভিন্ন উপায়ে সাধারণ জনতার টাকা লোপাট করে চলেছে। এটি করা হয় মূলত জনপ্রিয় হোটেলের ওয়েবসাইট নকল করে এবং অনেক সময় তা হ্যাক করে। সাধারণ নাগরিক নিজেদের পছন্দের হোটেল অনলাইনে বুকিং করলেও, তাঁরা বুঝতে পারেন না যে তাঁদের সঙ্গে স্ক্যাম হয়েছে। সুতরাং অনলাইনে হোটেল বুক করার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
4/11
*হোটেল বুকিংয়ের খরচঃ জালিয়াতরা মূলত আকর্ষণীয় অফারের ঘোষণা করে। যা সাধারণ হোটেল বুকিংয়ের খরচের থেকে তুলনায় অনেকটাই কম হয়। সাধারণ জনতা লোভে পড়ে, সেই স্ক্যামে জড়িয়ে পড়ে। সুতরাং হোটেল বুকিংয়ের খরচ অবিশ্বাস্য কম হলে সতর্ক হওয়ার প্রয়োজন। সংগৃহীত ছবি। 
advertisement
5/11
*অফিসিয়াল অনলাইন ওয়েবসাইটঃ বর্তমান ইন্টারনেটের যুগে অসংখ্য ওয়েবসাইট রয়েছে। তাই হোটেল বুকিং করার সময় সবসময় অফিসিয়াল এবং জনপ্রিয় সাইট থেকে হোটেল বুকিং করা প্রয়োজন। সংগৃহীত ছবি। 
advertisement
6/11
*জনপ্রিয় হোটেল বুকিং সাইটঃ অনলাইন হোটেল বুকিং স্ক্যাম থেকে বাঁচার জন্য সবসময় জনপ্রিয় হোটেল বুকিং সাইট থেকে হোটেল বুকিং করা উচিত। ভারতে তেমনই জনপ্রিয় এবং সুরক্ষিত হোটেল বুকিং সাইট হল - Agoda, Booking.com, Make My Trip। সংগৃহীত ছবি। 
advertisement
7/11
*ভেরিফায়েড হোটেল বুকিং সাইটঃ অনলাইন হোটেল বুকিং স্ক্যাম থেকে বাঁচার জন্য সবসময় ভেরিফায়েড হোটেল বুকিং সাইট থেকে হোটেল বুকিং করা উচিত। এই ক্ষেত্রে হোটেল বুকিং করার আগে দেখে নেওয়া প্রয়োজন সেটি ভেরিফায়েড হোটেল বুকিং সাইট কি না এবং সেই হোটেলের সঙ্গে সাইটের পার্টনারশিপ আছে কি না। সংগৃহীত ছবি। 
advertisement
8/11
*হোটেল রিভিউঃ অনলাইন হোটেল বুকিং স্ক্যাম থেকে বাঁচার জন্য সবসময় হোটেলের রিভিউ দেখা প্রয়োজন। অনলাইনে কোনও হোটেল বুকিং করার আগে তার রিভিউ ভাল করে দেখে নেওয়া প্রয়োজন। সংগৃহীত ছবি। 
advertisement
9/11
*হোটেলের ফোন নম্বর যাচাইঃ অনলাইন হোটেল বুকিং স্ক্যাম থেকে বাঁচার জন্য সবসময় হোটেলের ফোন নম্বর যাচাই করা প্রয়োজন। অর্থাৎ সাইটে হোটেলের যে নম্বর দেওয়া রয়েছে তা আসল কি না, তা যাচাই করা প্রয়োজন। সংগৃহীত ছবি। 
advertisement
10/11
*অজানা লিঙ্কঃ অনলাইন হোটেল বুকিং স্ক্যাম থেকে বাঁচার জন্য অজানা লিঙ্কে ক্লিক করা উচিত নয়। মেসেজে বা ই-মেলে হোটেল বুকিং সংক্রান্ত কোনও তথ্য এলে সেই অজানা লিঙ্কে ক্লিক করা উচিত নয়। সংগৃহীত ছবি। 
advertisement
11/11
*পেমেন্টের তথ্যঃ অনলাইন হোটেল বুকিং স্ক্যাম থেকে বাঁচার জন্য সবসময় সুরক্ষিত ওয়েবসাইটে নিজেদের পেমেন্টের তথ্য এন্টার করা উচিত। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Scam: ঘুরতে যাবেন বলে অনলাইনে হোটেল বুক করছেন? নিমেষে খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সাবধান...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল