advertisement
1/6

Vodafone এর পর এ বার Idea গ্রাহকরাও পেয়ে যাবেন অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন বিনামূল্যে।
advertisement
2/6
Idea 'নির্ভানা' পোস্টপেইড প্ল্যান গ্রাহকরা পেয়ে যাবেন এক বছরের অ্যামাজন প্রাইম বিনামূল্যে ব্যবহার করার সুযোগ। আমাজন প্রাইমের মাধ্যমে শুধুমাত্র প্রাইম ভিডিও, প্রাইম মিউজিকই নয়, একইসঙ্গে ই-কমার্স সাইটে অফারও পাওয়া যাবে গ্রাহকরা।
advertisement
3/6
অ্যামাজন প্রাইমের এক বছরের সাবস্ক্রিপশনের দাম ৯৯৯ টাকা। Idea 'নির্ভানা' পোস্টপেইড গ্রাহকরা যারা ৩৯৯ টাকার বেশি প্ল্যান ব্যাবহার করেন তাঁরা কলিং ও ইন্টারনেট সুবিধা সহ পাবেন এই সাবস্ক্রিপশন বিনামূল্যে।
advertisement
4/6
অফারটি পেতে Idea গ্রাহকদের অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে Idea মুভি এবং টিভি অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর ওটিপির মাধ্যমে যাচাই করা হবে মোবাইল নম্বর।
advertisement
5/6
প্রথমে ক্লিক করুন দ্য আইডিয়া’য় – সদস্য হতে ফের ক্লিক করুন অ্যামাজন অফার ব্যানারে।
advertisement
6/6
Vodafone রেডের গ্রাহকেরাও অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন পেয়ে থাকেন। ৩৯৯ টাকা থেকে শুরু হয় ভোডাফোন রেড পোস্টপেইডের প্ল্যান