এক চার্জে ৬০০ কিমি! হুন্ডাই-এর এই নতুন মডেল বাজার কাঁপাতে পারে
- Published by:Suman Majumder
Last Updated:
Hyundai Ioniq 5: একবার চার্জ দিলে এই গাড়ি নিয়ে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়া যাবে।
advertisement
1/5

অটো এক্সপো ২০২৩-এ দেখা গেল Hyundai Ioniq 6 ইলেকট্রিক মডেল। অর্থাৎ এই গাড়ি নিয়ে আরামসে একবার চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে পারবেন।
advertisement
2/5
হুন্ডাই-এর এই ইলেকট্রিক সিডান-এর ডিজাইন সবার নজর কেড়েছে।
advertisement
3/5
এটি হুন্ডাই-এর তৃতীয় ইলেকট্রিক মডেল হতে চলেছে। তবে এই গাড়ির দাম সম্পর্কে কিছু জানায়নি সংস্থা।
advertisement
4/5
২০২২-এর জুন মাসে এই মডেল বিশ্ববাজারে লঞ্চ করেছিল হুন্ডাই। এই মডেলে ইজিএমপি ক্যাচ বোর্ড আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে।
advertisement
5/5
গাড়িটি লম্বায় ৪৮৫৫ মিলিমিটার, চওড়ায় ১৯৮০ মিলিমিটার, উচ্চতা ১৪৯৫ মিলিমিটার এবং এতে ২৯৫০ মিলিমিটারের হুইল বেস রয়েছে।