TRENDING:

AI images of Varanasi: হাই-টেক বোট, আকাশ জোড়া ড্রোন! ভবিষ‍্যতের বারণসীর কেমন দেখতে হবে? AI-র বানানো ছবি দেখতে তাক লাগবে

Last Updated:
উত্তরপ্রদেশে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই প্রাচীন শহর নানা কারণে বিশেষ। তার যেমন ধর্মীয় মাহাত্ম্য রয়েছে, তেমনই রয়েছে পৌরাণিক গাথা, আবার ঐতিহাসিক গুরুত্বও কম নয়।
advertisement
1/8
হাই-টেক বোট, আকাশ জোড়া ড্রোন! এ কেমন বারাণসী? AI-র বানানো ছবি দেখতে তাক লাগবে
বারাণসী বা কাশী সারা ভারতের অন্যতম তীর্থস্থান। হিন্দু ধর্মাবলম্বীরা বারাণসীকে বড় পবিত্র বলে মনে করেন। বাঙালির কাছেও বারাণসী বা বেনারস বড় কাছের।
advertisement
2/8
উত্তরপ্রদেশে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই প্রাচীন শহর নানা কারণে বিশেষ। তার যেমন ধর্মীয় মাহাত্ম্য রয়েছে, তেমনই রয়েছে পৌরাণিক গাথা, আবার ঐতিহাসিক গুরুত্বও কম নয়। দেশ-বিদেশের মানুষ এখানে কাশী বিশ্বনাথ দর্শন করতে আসেন। বারাণসীর অন্যতম বিশেষত্ব গঙ্গার ঘাট।
advertisement
3/8
বহু শতাব্দী প্রাচীন এই সব ঘাট, ঘাটের পাশে বড় বড় অট্টালিকা আজও মানুষকে আকর্ষণ করে। বারাণসীর মতো সুপ্রাচীন শহরের প্রতিটি গলিতে ছড়িয়ে রয়েছে ঐতিহ্য। তবে মানুষের হাতে পড়ে আজকাল তা হারিয়ে যাচ্ছে অনেকখানি। পুরনো ইমারত ভেঙে তৈরি হচ্ছে নতুন বাড়ি।
advertisement
4/8
এখানকার অন্যতম আকর্ষণ দশাশ্বমেধ ঘাটের গঙ্গারতি। যাঁরা একবার তবে এই রঙিন শহরে এসেছেন তাঁরা কোনদিনই ভুলতে পারবেন না গঙ্গার ঘাট, প্রাচীন এই শহর। কিন্তু কেমন হতে পারে এশহরের ভবিষ্যৎ! খানিকটা কল্পনা করতে পারে মানুষ। বাকিটা আজকাল এঁকে দিচ্ছে AI।
advertisement
5/8
কৃত্রিম মেধা বা AI তেমনই কিছু ছবি তৈরি করে দিয়েছে ২০৫০ সালের কাশীধামের। কেমন দেখতে লাগবে এই গঙ্গার পাড়! দেখে নেওয়া যাক—
advertisement
6/8
Microsoft Bing-এর ইমেজ ক্রিয়েটর দিয়ে তৈরি করা হয়েছে এই AI জেনারেটেড ছবিগুলি। আসলে AI-কে নির্দেশ দেওয়া হয়েছিল ২০৫০ সালের বেনারসের ছবি দেখাতে। কৃত্রিম মেধা সেই প্রতিরূপ তুলে ধরার চেষ্টা করেছে।
advertisement
7/8
এখানে যে ছবিগুলি রয়েছে, সেখানে প্রাচীন শহর হিসাবে বেনারসের পরিচয় অনেকাংশে রক্ষা করেছে AI। তবে এর সঙ্গেই যুক্ত হয়ে গিয়েছে, ভবিষ্যতের চেহারাও খানিকটা। প্রাচীন শহরের সুউচ্চ অট্টালিকাকে খাটো করে দিয়ে মাথা তুলেছে আরও উঁচু বহুতল।
advertisement
8/8
AI জেনারেটেড ছবিতে দেখা যায় ঠিক এখনকার মতোই নৌকায় চড়ে গঙ্গাবক্ষে ভ্রমণ করছেন পর্যটকরা। ঘাটে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। অথচ, বেনারসের আকাশ ছেয়ে গিয়েছে ড্রোন ক্যামেরায়। এলইডি ডিসপ্লেও ইনস্টল করা হয়েছে সেখানে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
AI images of Varanasi: হাই-টেক বোট, আকাশ জোড়া ড্রোন! ভবিষ‍্যতের বারণসীর কেমন দেখতে হবে? AI-র বানানো ছবি দেখতে তাক লাগবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল