WhatsApp-এ কেউ ব্লক করলে বুঝবেন কীভাবে? এক নজরে দেখে নিন উপায়
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
কেউ WhatsApp-এ ব্লক করেছে কি না তা জানার কয়েকটি উপায় আছে।
advertisement
1/11

WhatsApp বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। সারা বিশ্বে ফেসবুকের মালিকানাধীন এই অনলাইন মেসেজিং প্ল্যাটফর্মের অসংখ্য ইউজার রয়েছে। বর্তমানে আমাদের প্রায় সকলের কাছেই অন্যের সঙ্গে যোগাযোগের সেরা মাধ্যম হয়ে উঠেছে WhatsApp।
advertisement
2/11
অনেক সময় দেখা যায় WhatsApp-এ নির্দিষ্ট কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এটা সন্দেহ বাড়াতে পারে যে, আমাদের WhatsApp-এ ব্লক করা হয়েছে। ব্যাপারটা সত্যি কি না, কেউ WhatsApp-এ ব্লক করেছে কি না তা জানার কয়েকটি উপায় আছে।
advertisement
3/11
WhatsApp-এ লাস্ট সিন বা অনলাইন দেখা যাবে না -
advertisement
4/11
যখন কেউ অন্যকে WhatsApp-এ ব্লক করেন, তখন তাঁকে লাস্ট সিন অপশনে দেখা যাবে না এবং অনলাইন স্ট্যাটাসও দেখতে পাওয়া যাবে না। কারণ WhatsApp-এর তরফে সেই তথ্য হাইড করা হবে ওই ইউজারের গোপনীয়তা রক্ষা করার জন্য। সুতরাং এমন দেখতে পেলেই বুঝে নিতে হবে ওই নির্দিষ্ট ইউজার WhatsApp-এ ব্লক করেছেন।
advertisement
5/11
WhatsApp-এ প্রোফাইল ফটো আপডেট দেখা যাবে না -
advertisement
6/11
যদি কেউ WhatsApp-এ ব্লক করেন, তাহলে তাঁর প্রোফাইল ফটো আপডেট আর দেখা যাবে না। এটিও WhatsApp ইউজারদের গোপনীয়তা রক্ষা করার লক্ষ্যে করে থাকে। সুতরাং এমন হলে বুঝে নিতে হবে ওই নির্দিষ্ট ইউজার WhatsApp-এ ব্লক করেছেন।
advertisement
7/11
WhatsApp-এ মেসেজ সেন্ড করা যাবে না -
advertisement
8/11
কোনও WhatsApp ইউজার যখন কাউকে ব্লক করেন, তখন আর তাঁকে WhatsApp-এ মেসেজ সেন্ড করা যাবে না। তখন সেই ইউজারকে WhatsApp-এ মেসেজ সেন্ড করলেও, সেই মেসেজের পাশে মাত্র একটি টিক চিহ্ন দেখতে পাওয়া যাবে। সাধারণত WhatsApp মেসেজের পাশে দুটি টিক চিহ্ন দেখতে পাওয়া গেলে বোঝা যায় যে সেই মেসেজ নির্দিষ্ট ইউজারের কাছে পৌঁছে গিয়েছে।
advertisement
9/11
সেই টিক চিহ্ন নীল হলে বোঝা যায় যে ইউজার সেই মেসেজ সিন করেছেন। সুতরাং WhatsApp মেসেজের পাশে মাত্র একটি টিক চিহ্ন দেখতে পাওয়া গেলে বুঝে নিতে হবে যে, WhatsApp-এর তরফে সেই মেসেজ সেন্ড করা হয়নি, কারণ ওই নির্দিষ্ট ইউজার প্রেরককে ব্লক করেছেন।
advertisement
10/11
WhatsApp-এ ভিডিও কল বা অডিও কল করা যাবে না -
advertisement
11/11
কেউ যখন WhatsApp-এ কোনও ইউজারকে ব্লক করেন, তখন তাঁকে আর কোনও ধরনের কল করা যাবে না WhatsApp-এ। সুতরাং WhatsApp-এ নির্দিষ্ট কোনও ইউজারকে ভিডিও কল বা অডিও কল না করা গেলে বুঝে নিতে হবে যে তিনি ব্লক করেছেন।