TRENDING:

Smartphone Camera: ছবি তোলার আগে সাবধান! এই ৫ ভুল স্মার্টফোনের ক্যামেরা নষ্ট করতে পারে চিরতরে, খরচ করে কেনা, যত্ন করবেন কীভাবে

Last Updated:
Smartphone Camera: এখন বাজারে ২০০ মেগাপিক্সলের মোবাইল ক্যামেরা পাওয়া যায়। তাতে আবার সেন্সরও থাকে। ছবি ওঠে পেশাদার ক্যমেরার মতোই। কয়েক বছর আগে যা ভাবাও যেত না।
advertisement
1/7
ছবি তোলার আগে সাবধান! এই ৫ ভুল স্মার্টফোনের ক্যামেরা নষ্ট করতে পারে চিরতরে!
গত কয়েক দশকে স্মার্টফোনের ক্যামেরা আমূল বদলে গিয়েছে। রেজোলিউশনে অনেক উন্নতি হয়েছে। এখন বাজারে ২০০ মেগাপিক্সলের মোবাইল ক্যামেরা পাওয়া যায়। তাতে আবার সেন্সরও থাকে। ছবি ওঠে পেশাদার ক্যমেরার মতোই।
advertisement
2/7
কয়েক বছর আগে যা ভাবাও যেত না। কিন্তু ক্যামেরা ভাল হলেও কিছু ভুলের কারণে দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে। এ থেকে বাঁচার জন্য ৫টি জিনিস মাথায় রাখতে হবে।
advertisement
3/7
স্মার্টফোনে লেজার লাইট শো শ্যুট: সাধারণ লেজার শো তো আছেই, ইদানীং অনেক কনসার্টেও লেজার লাইট ব্যবহার করা হয়। স্মার্টফোনের ক্যামেরায় এই ধরনের শ্যুট করা উচিত নয়। এতে ক্যামেরা সেন্সরের ক্ষতি হয়। হাই এনার্জি ডেনসিটি লেন্স সিস্টেম এবং সেন্সরের উপর স্থায়ী প্রভাব ফেলে।
advertisement
4/7
বাইকে স্মার্টফোন লাগিয়ে চড়াই পথ অতিক্রম: চড়াই পথে বাইক বা স্কুটার চালানোর সময় স্মার্টফোন লাগানো উচিত নয়। এতে ক্যামেরা খারাপ হয়ে যেতে পারে। চড়াই পথ অতিক্রম করার সময় গাড়িতে কম্পন হয়, সেটা ক্যামেরার জন্য বিপজ্জনক। এই কম্পন রোধে বিশেষ মাউন্টিং কিট বেড়িয়েছে। সেটা ব্যবহার করলে স্মার্টফোন নিরাপদে থাকবে।
advertisement
5/7
জলের তলায় স্মার্টফোন: অনেক ব্র্যান্ডই ওয়াটারপ্রুফ স্মার্টফোন লঞ্চ করেছে। জলে পড়ে গেলেও ক্ষতি হবে না। কিন্তু জলের নীচে দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করলে ক্যামেরা তো বটেই ফোনেরও বারোটা বাজতে পারে, সে যতই ওয়াটারপ্রুফ হোক না কেন। জলের নীচে দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে ফোন গরম হয়ে যায়। সিস্টেমে জল ঢোকার সম্ভাবনা থাকে।
advertisement
6/7
চড়া তাপমাত্রায় শ্যুটিং: প্রচণ্ড গরম বা প্রচণ্ড ঠান্ডার মধ্যে শ্যুট করতে বারণ করা হয়। এতেও ক্যামেরার ক্ষতি হতে পারে। যেমন সরাসরি সূর্যের দিকে ক্যামেরা তাক করে ছবি তোলা উচিত নয়, বিশেষ করে সুর্যগ্রহণের সময়। তবে চাঁদের ছবি তোলা যায়, কিছু স্মার্টফোনে মুন মোড-ও দেওয়া থাকে।
advertisement
7/7
ক্যামেরা লেন্স প্রোটেক্টর ব্যবহার: লেন্স প্রোটেক্টর আপাতদৃষ্টিতে লাভজনক মনে হতে পারে। কিন্তু নিম্নমানের বা ভুলভাবে ইনস্টল করলে লেন্সে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লেন্স এবং প্রোটেক্টরের মধ্যে সামান্য ফাঁক থাকলেও মুশকিল। ধুলো, বালি, ময়লা ঢুকে যেতে পারে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Smartphone Camera: ছবি তোলার আগে সাবধান! এই ৫ ভুল স্মার্টফোনের ক্যামেরা নষ্ট করতে পারে চিরতরে, খরচ করে কেনা, যত্ন করবেন কীভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল