শীতে ফ্যান বন্ধ থাকার পর হঠাৎ চালালে ঘটবে ভয়ঙ্কর বিপদ! চালানোর আগে অবশ্যই করুন এই ৫ কাজ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
How To Start Ceiling Fan Or Table Fan After Winter Season: শীতকালে দীর্ঘ দিন ফ্যান বন্ধ থাকলে তা চালানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতেই হয়। না হলে যন্ত্রের ক্ষতি তো হয়ই, এমনকি শট-সার্কিট হয়ে বিপদের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
advertisement
1/8

এবার এত তাড়াতাড়ি গরম পড়বে তা অনেকেই ভাবতে পারেননি। এমন উষ্ণতম ফেব্রুয়ারি অনেকেই দেখেননি। ইতিমধ্যেই অনেক বাড়িতে এসি না চললেও পাখা ঘোরা শুরু হয়ে গিয়েছে।
advertisement
2/8
কিন্তু শীতকালে দীর্ঘ দিন ফ্যান বন্ধ থাকলে তা চালানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতেই হয়। না হলে যন্ত্রের ক্ষতি তো হয়ই, এমনকি শট-সার্কিট হয়ে বিপদের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
advertisement
3/8
তবে সামান্য সচেতনতা থাকলেই অনেকদিন বন্ধ থাকার পরও ব্যবহার করা যেতে পারে ফ্যান। থাকবে না কোনও দুর্ঘটনা ঘটার ভয়ও। কোন কোন নিয়ম মানতে হবে শীতের পর ফ্যান চালানোর সময়, চলুন জেনে নেওয়া যাক।[
advertisement
4/8
ফ্যান চালু করার আগে, অবশ্যই সেটি ভালো করে পরিষ্কার করে নেবেন। যাতে ফ্যানের উপরে কোনো ময়লা না থাকে। ডিটারজেন্টযুক্ত জলে কাপড় ভিজিয়ে মুছে নিতে পারেন।
advertisement
5/8
ফ্যান চালানোর আগে পারলে একজন ইলেকট্রিকের কাজ করার লোক ডেকে সিলিং ফ্যানের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করে নিতে পারেন। তাহলে শট সার্কিট হওয়ার সম্ভাবনা থারবে না
advertisement
6/8
টেবিল ফ্যান চালানোর আগেও তা ভালো করে পরিষ্কার করে নিন। এক্ষেত্রে চিকন ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন। তাহলে টেবিল ফ্যানেরা পাখার ভিতর কোনও ময়লা থাকবে না ও ভাল হাওয়া পাবেন।
advertisement
7/8
টেবিল ফ্যান হোক আর সিলিং ফ্যান শীতের শেষে ফের চালু করার আগে একবার সার্ভিস করিয়ে নিতে পারলে সবথেকে ভাল। তাহলে পুরো গরম কালে আর কোনও চিন্তা থাকবে না।
advertisement
8/8
এছাড়া ফ্যান চালু করার আগে এক জন ইলেকট্রিক সামান্য কাজ জানা লোক সামনে থাকলে বেশি ভাল। তাহলে কোনওরকম বিপদ বুঝলে সে তৎক্ষনাত যা ব্যবস্থা নিতে পারবে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।