TRENDING:

Air Conditioner: টানা বর্ষায় দীর্ঘদিন বন্ধ ছিল এসি! হঠাৎ চালালে হতে পারে বিস্ফোরণ! চালানোর আগে করুন এই কাজ

Last Updated:
How To Start Air Conditioner AfterLong Monsoon Season: শীতকালে দীর্ঘ দিন এসি বন্ধ থাকলে তা চালানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতেই হয়। না হলে যন্ত্রের ক্ষতি তো হয়ই, এমনকি বিস্ফোরণের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
advertisement
1/8
টানা বর্ষায় দীর্ঘদিন বন্ধ ছিল এসি! হঠাৎ চালালে হতে পারে বিস্ফোরণ! চালানোর আগে করুন এই কাজ
এবার বর্ষা যেন শেষই হচ্ছে না। টানা বৃষ্টির ফলে গরমের সেই দাপট খুব একটা অনুভব করতে পারা যায়নি। লাগাতার বরুণ দেবের আশীর্দাবাদের ফলে খুব একটা এসি চলেনি অনেকের বাড়িতেই।
advertisement
2/8
তবে বৃষ্টি কমলেই ফিরবে গরম। কিন্তু বর্ষায় দীর্ঘ দিন এসি বন্ধ থাকলে তা চালানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতেই হয়। না হলে যন্ত্রের ক্ষতি তো হয়ই, এমনকি বিস্ফোরণের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
advertisement
3/8
তবে সামান্য সচেতনতা থাকলেই অনেকদিন ব্যবহার করা যেতে পারে এসি। থাকবে না কোনও দুর্ঘটনা ঘটার ভয়ও। কোন কোন নিয়ম মানতে হবে বর্ষার পর এসি চালানোর সময়, চলুন জেনে নেওয়া যাক।
advertisement
4/8
অনেকদিন পর এসি চালু করলে যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে। অনেক সময় ভিতরে ময়লা জমেও বিপত্তি হয়। এজন্য অনেকদিন বন্ধ থাকার পর এসি চালুর আগে সার্ভিসিং করিয়ে নিন।
advertisement
5/8
যদি সম্ভব হয় তবে পেশাদার টেকনিশিয়ানের উপস্থিতি নিশ্চিত করে তবে এসি চালু করুন। এতে তাৎক্ষণিক কোনও সমস্যা দেখা দিলেও সেটা সমাধান করা সহজ হবে।
advertisement
6/8
আপানার এসি মেশিনের এয়ার ফিল্টারে কোনও ময়লা জমেছে কি না সেটা পরীক্ষা করে নিন। প্রয়োজনে এসির ভেতরের নেট খুলে ডাস্ট ক্লিনিং করে নিন। সবকিছু ভল করে দেখে নিন।
advertisement
7/8
বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কি না সেটা নিশ্চিত হয়ে নিন। অনেক সময় অনেকদিন বন্ধ থাকার ফলে সংযোগে সমস্যা দেখা দেয়। কারণ শট সার্কিট থেকে বিপদ হতে পারে।
advertisement
8/8
টানা বর্ষার পর পুনরায় এয়ার কন্ডিশনার চালু করার আগে আউটডোর ইউনিটের ফ্যান ও ইউনিট পরিষ্কার করে নিন। কারণ আউটডোর ইউনিটে সমস্যা থাকলে আপনার ইনডোর ইউনিটে তার প্রভাব পড়তে পারে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Air Conditioner: টানা বর্ষায় দীর্ঘদিন বন্ধ ছিল এসি! হঠাৎ চালালে হতে পারে বিস্ফোরণ! চালানোর আগে করুন এই কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল