Low Voltage: লো-ভোল্টেজেও জোরে ঘুরবে ফ্যান, দিব্যি চলবে ফ্রিজ! বারবার ভোল্টেজ ওঠানামার সমস্যাতেও ইতি, ৪ সমাধান জেনে নিলেই কেল্লাফতে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Low Voltage: মূলত গ্রীষ্ণ এবং বর্ষায় লো ভোল্টেজের সমস্যা হয়। এমত অবস্থায় করণীয় কী? লো ভোল্টেজ সমস্যার সহজ সমাধানের কয়েকটি উপায় রইল এই প্রতিবেদনে।
advertisement
1/7

একে লোডশেডিংয়ের ঝামেলা, উপরন্তু আবার লো ভোল্টেজ সমস‍্যা! আধুনিক জীবনযাপন বিদ‍্যুত্‍ নির্ভর। ‘কারেন্ট’ ছাড়া একমুহূর্ত কল্পনার বাইরে। লোডশেডিং হলেই মাথায় হাত পড়ে যায় সবার। কিন্ত তার চেয়েও বিরক্তিকর লো-ভোল্টেজের সমস‍্যা।
advertisement
2/7
লো-ভোল্টেজ হল এমন এক দশা, যখন বিদ‍্যত্‍ থেকেও কোনও কাজে আসে না। ভোল্টেজ কম থাকলে ফ্রিজ, ফ‍্যান, টিভি, মাইক্রোওয়েভ-সহ বেশিরভাগ বৈদ‍্যতিন যন্ত্রপাতিই চলে না সঠিক ভাবে। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা বলেন লো-ভোল্টেজের কারণে বারবার ভোল্টেজ ওঠানামা করলে খারাপও হয়ে যেতে পারে বৈদ‍্যুতিন যন্ত্রপাতি।
advertisement
3/7
মূলত গ্রীষ্ণ এবং বর্ষায় লো ভোল্টেজের সমস‍্যা হয়। এমত অবস্থায় করণীয় কী? লো ভোল্টেজ সমস‍্যার সহজ সমাধানের কয়েকটি উপায় রইল এই প্রতিবেদনে।
advertisement
4/7
ভোল্টেজ স্ট্যাবিলাইজার: ভোল্টেজ কম হয়ে যাওয়ার সবচেয়ে সহজ সমাধান হল স্ট্যাবিলাইজারের ব‍্যবহার। স্ট‍্যাবিলাইজার দিয়ে ভোল্টেজকে স্থির রাখা যায়, থাকে না ওঠানামার ভয়ও। এটি বৈদ‍্যুতিন জিনিসপত্রকে ক্ষতির হাত থেকে বাঁচায়।
advertisement
5/7
বাড়িতে লাগান LED লাইট: লো ভোল্টেজের সময় আপনি বাড়িতে লাগানো বাল্বের জায়গায় LED লাইট ব্যবহার করুন। LED লাইট লো ভোল্টেজে ভাল আলো দেয়। সেইসঙ্গে বিদ‍্যুতের খরচও কম হয়।
advertisement
6/7
ফ‍্যান: লো ভোল্টেজের সবচেয়ে বড় বেশি সমস‍্যা হয় ফ‍্যান নিয়ে। পাখার ক‍্যাপাসিটার পরীক্ষা করুন। পাখা চালু শুরু করার সঙ্গে সঙ্গে ক‍্যাপাসিটার দেখা দরকার। লো ভোল্টেজ হলে ক্যাপাসিটার পরিবর্তন করুন যাতে পাখা ঠিকভাবে চলে। অন‍্যান‍্য যেসব যন্ত্রপাতি সেইমুহূর্তে কাজে লাগছে না সেগুলি বন্ধ করে দিন। তাহলে কিছুটা হলেও বাড়বে ভোল্টেজ।
advertisement
7/7
ইনভার্টারে চালান: বাড়িতে ইনভার্টার লাগানো থাকে তাহলে ইনভার্টারে শিফট করে নিন। ইনভার্টারে শিফট করলে বেড়ে যাবে ভোল্টেজ। বাড়ির লাইট ইনভার্টারে শিফট করে দিন যাতে পাখা ঠিকভাবে চলে এবং বাড়িতে সঠিক আলো আসে।