Smart TV Power Consumption : বিল দেখে চমকে উঠছেন? ছোট এই কাজগুলি করুন, স্মার্ট টিভির বিদ্যুতের খরচ কমবে এক নিমেষে!
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Smart TV Power Consumption : হাই কোয়ালিটি রেঞ্জের টিভিগুলি বেশি শক্তি খরচ করে৷ কেউ যদি মনে করেন যে নিজেদের পছন্দের বিষয়বস্তু দেখার জন্য টিভির HDR-এর প্রয়োজন নেই, তাহলে এটি বন্ধ করাই উচিত হবে।
advertisement
1/7

যদি কারও বিদ্যুতের বিল প্রত্যাশার চেয়ে বেশি আসতে শুরু করে, তাহলে তাঁর অতি অবশ্যই এই বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। বিদ্যুতের বিল বেশি আসতে শুরু করলে টিভি সম্পর্কিত কয়েকটি ছোট জিনিস মাথায় রেখে খরচ কমানো যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক টিভির বিদ্যুত খরচ কমানোর উপায়।
advertisement
2/7
টিভির বিদ্যুতের ব্যবহার: ঘরে ঘরে ইলেকট্রনিক যন্ত্রপাতির চাহিদা যেমন বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বিদ্যুতের বিলও বেড়ে চলেছে। আমরা প্রায় সকলেই আমাদের সাধ্যমতো চেষ্টা করি, কীভাবে বিদ্যুৎ বিলে টাকা সাশ্রয় করা যায়। অন্য দিকে এটাও ঠিক যে যতটা সম্ভব প্রতিটি ছোট জিনিসের খেয়াল রেখে বিদ্যুতের খরচ কমাতে হবে।
advertisement
3/7
কিন্তু এমন অনেক বিষয় আছে যেগুলো খুব সাধারণ হলেও সেগুলোর খেয়াল করা হয় না। যেমন টিভি নিয়ে করা কিছু অবহেলার কারণে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। তাই আজ আমরা এমন কিছু উপায় সম্পর্কে বলতে যাচ্ছি, যার মাধ্যমে টিভি দেখায় কিছু বদল এনে বিদ্যুতের খরচ কমানো যেতে পারে।
advertisement
4/7
যখন প্রয়োজন নেই, তখন টিভি বন্ধ রাখতে হবে: অনেক সময় টিভি বিনা কারণেই চালু রাখা হয়। কেউ যদি নিজেদের বিদ্যুতের বিলের খরচ কমাতে চায়, তাহলে অবিলম্বে এমন কাজ করা বন্ধ করতে হবে এবং প্রয়োজন না হলে টিভি সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে।
advertisement
5/7
স্মার্ট ফিচার বন্ধ করতে হবে: এটা অস্বীকার করা যাবে না যে, সব সময় টিভির স্মার্ট ফিচারের প্রয়োজন নেই। কেউ যদি মনে করেন যে, টিভি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত রাখার দরকার নেই, তবে এটি বন্ধ করতে হবে। কেউ যদি ডিভাইসে পাওয়া প্রসেসের সংখ্যা (ফিচারের ব্যবহার) কমিয়ে দেন, তাহলে তিনি বিদ্যুতের খরচও কম করতে পারেন।
advertisement
6/7
HDR বন্ধ করতে হবে: হাই কোয়ালিটি রেঞ্জের টিভিগুলি বেশি শক্তি খরচ করে৷ কেউ যদি মনে করেন যে নিজেদের পছন্দের বিষয়বস্তু দেখার জন্য টিভির HDR-এর প্রয়োজন নেই, তাহলে এটি বন্ধ করাই উচিত হবে।
advertisement
7/7
ব্রাইটনেস: কেউ যদি দিনের বেলায় বা লাইট জ্বালিয়ে টিভি দেখে থাকেন, তাহলে সেই সময় টিভির ব্রাইটনেস বাড়িয়ে রাখার দরকার নেই। টিভির উজ্জ্বলতা কম রাখলে বিদ্যুৎ খরচ কম হবে। ফোনের ক্ষেত্রেও একই হিসেব খাটে। এই কারণে ফোনের ব্যাটারি বাঁচাতে উজ্জ্বলতা কমানোর পরামর্শ দেওয়া হয়।