TRENDING:

Reduce Electricity Bill: গরমে সারাদিন চলছে এসি, হু হু করে ইলেকট্রিক বিল বাড়ার ভয়? এই নিয়ম মেনে চালালেই কেল্লাফতে, বিল আসবে অনেক কম

Last Updated:
Reduce Electricity Bill while using AC: তীব্র গরমে নাজেহার বঙ্গবাসী। ফ‍্যানের হাওয়াতেই যেন স্বস্তি নেই, ভরসা সেই এসি। কিন্তু এসি চালানো মানেই হু হু করে বাড়বে ইলেকট্রিক বিল। এই ভয় প্রায় সকলের। তবে কয়েকটি উপায়ে কাজে লাগালে এসি চলবে, তবে ইলেকট্রিক বিল আসবে অনেক কম।
advertisement
1/7
সারাদিন এসি চললেও ইলেকট্রিক বিল আসবে অনেক কম! এই নিয়ম মেনে চালালেই কেল্লাফতে
তীব্র গরমে নাজেহার বঙ্গবাসী। ফ‍্যানের হাওয়াতেই যেন স্বস্তি নেই, ভরসা সেই এসি। কিন্তু এসি চালানো মানেই হু হু করে বাড়বে ইলেকট্রিক বিল। এই ভয় প্রায় সকলের। তবে কয়েকটি উপায়ে কাজে লাগালে এসি চলবে, তবে ইলেকট্রিক বিল আসবে অনেক কম।
advertisement
2/7
গ্রীষ্মের দাবদহ থেকে বাঁচতে একটা ফ্যান যথেষ্ট নয়। একটা ফ্যান চালিয়েও এই তীব্র গরম থেকে মুক্তি মিলছে না মধ্যবিত্তের। আর এসি ব্যবহার করতে হচ্ছে আর যার কারণে হু করে বাড়ছে ইলেকট্রিকের বিল যা দেখে কপালে হাত পড়ছে মধ্যবিত্ত।
advertisement
3/7
এই গরমে আপনার বাড়িতে চালাতে পারেন সারারাত ধরে এসি কিন্তু বিল আসবে আপনার সামর্থের মধ্যে। কিন্তু কিভাবে এই বেশি বিল আশা থেকে আপনি বাঁচবেন। আপনাকে কয়েকটি নিয়ম মেনে চললেই আসবে এই ধরনের সাফল্য।
advertisement
4/7
তাই এটা থেকে বাঁচতে আপনাকে কি করতে হবে প্রথমে আপনার বাড়ির এসির তাপমাত্রা একটু কমাতে হবে। তাতেই খরচের হার অনেকটাই বৃদ্ধি পাবে। তাই এসি চালানোর সময় সঠিক তাপমাত্রাতে সেট করে রাখুন।
advertisement
5/7
তীব্র গরম আর তার মধ্যে পাখার হাওয়া যেন গায়ে লাগছে না। একটু এসি চালালে শরীরটা যেন ঠিকঠাকই থাকে। কিন্তু যদি সারাক্ষণ এসি চলে তাহলে অনেকটাই বিল আসবে। সেই নিয়ে আপনি চিন্তিত।
advertisement
6/7
এখন বাইরে ৩০ থেকে ৩৫ এর তাপমাত্রা আছে তাই আপনার এসিতে ১৮ ডিগ্রিতে না রেখে ২৪-২৫ এর মধ্যে সেট করে রাখুন তাতে আপনার শরীরের জন্য আরামদায়ক এবং এই হিসেবে ব্যবহার করলে অনেকটাই বিল আপনার আওতার মধ্যে থাকবে ।
advertisement
7/7
দরজা-জানলা বন্ধ রাখতে হবে যাতে বাইরের কোনও হাওয়া বাতাস আপনার ঘরে ঢুকতে না পারে। জানলা দরজা খোলা থাকলে বাইরে তাপমাত্রা ভিতরে প্রবেশ করলে বিদ্যুতের বিল বেশি আসতে পারে। কারণ ঘর ঠান্ডা হতে অনেকটা সময় লেগে যায়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Reduce Electricity Bill: গরমে সারাদিন চলছে এসি, হু হু করে ইলেকট্রিক বিল বাড়ার ভয়? এই নিয়ম মেনে চালালেই কেল্লাফতে, বিল আসবে অনেক কম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল