TRENDING:

How to Reduce Electric Bill: AC-র তাপমাত্রা 'কত' রাখলে তরতরিয়ে কমবে বিদ্যুৎ বিল? জেনে নিন 'ট্রিক্স'

Last Updated:
How to Reduce Electric Bill: একটি ধারণা কাজ করে। যা হল এসির তাপমাত্রা সবথেকে কম সেট করা হলে এটি চারপাশের পরিবেশ দ্রুত ঠান্ডা করে। কিন্তু ব্যাপারটা তেমনটা নয়। এর ফলে এসির উপর অনেক চাপ পড়তে শুরু করে।
advertisement
1/16
AC-র তাপমাত্রা 'কত' রাখলে তরতরিয়ে কমবে বিদ্যুৎ বিল? জেনে নিন 'ট্রিক্স'
দু-এক পশলা বৃষ্টিতে সাময়িক স্বস্তি হলেও মূলত গ্রীষ্মপ্রধান দেশ ভারতে গরমকাল মানেই চরম কষ্ট। দরদরিয়ে ঘাম আর চাঁদিফাটা দাবদাহ অস্থির করে তোলে দিনভর। বাড়ি বা অফিসে সমানে চলতে থাকে এয়ার কন্ডিশনার। কিন্তু তাতে বাড়তে থাকে বিল।
advertisement
2/16
চড়চড়িয়ে বাড়তে থাকা বিদ্যুতের বিলে লাগাম পড়াতে কী করবেন জানেন না। অসহায়ের মতো মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না। কিন্তু যদি জেনে যান এমন কিছু ট্রিক্স যাতে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায় ইলেকট্রিক বিল আবার এয়ার কন্ডিশনার চালানো যায় ইচ্ছেমতো? তাতে জীবন সহজ হয় বৈকি।
advertisement
3/16
গরম থেকে রেহাই পেতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি চালান অনেকেই। কিন্তু এসি চালানোর ফলে মাস শেষে বাড়তি বিলের বোঝা চাপে। এ কথা ঠিক এয়ার কন্ডিশনিং সিস্টেম ভালো পরিমাণ বিদ্যুৎ খরচ করে।
advertisement
4/16
খরচ কমাতে অনেকেই ভাবেন এসি বন্ধ রাখলেই বিদ্যুৎ বিল কম আসবে। কিন্তু এই ধারণা ভুল। আপনি এসি চালিয়েও বিদ্যুতের খরচ কমাতে পারেন। বিদ্যুৎ বিল কম রেখেও কীভাবে প্রয়োজন মতো এসি চালাতে পারবেন জেনে নিন।
advertisement
5/16
ব্যবহার না হলে সম্পূর্ণ বন্ধ রাখুন প্রথমেই জানুন, অপ্রয়োজনে এসি ব্যবহার বন্ধ করুন। ঘরে নেই কেউ, তবুও চলছে এসি। এই অভ্যাস বর্জন করতে হবে। এসি বন্ধ রাখলে অনেকটাই খরচ কমাতে পারবেন।
advertisement
6/16
এসি বন্ধ করার সময় অনেকেই অলসতার বসে রিমোট দিয়ে এই কাজ সেরে নেন। একটি আইডল লোড নামে ফাংশন থাকে যা বিদ্যুতের অপচয় বৃদ্ধি করে। এটি এসিকে স্ট্যান্ডবাই মোডে রাখে যাতে প্রয়োজন হলে অবিলম্বে চালু করা যায়। তাই রিমোট দিয়ে না করে মেইন সুইচ দিয়ে এসি বন্ধ করাই উচিত।
advertisement
7/16
সঠিক তাপমাত্রায় রাখুন অনেকের মধ্যে একটি ধারণা কাজ করে। যা হল এসির তাপমাত্রা সবথেকে কম সেট করা হলে এটি চারপাশের পরিবেশ দ্রুত ঠান্ডা করে। কিন্তু ব্যাপারটা তেমনটা নয়। এর ফলে এসির উপর অনেক চাপ পড়তে শুরু করে।
advertisement
8/16
ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি অনুসারে, মানুষের শরীরের জন্য ২৪ ডিগ্রি আদর্শ তাপমাত্রা এবং এই তাপমাত্রায় এসির খুব বেশি চাপ পড়ে না তাই বিদ্যুৎ খরচও কম থাকে।
advertisement
9/16
সিলিং ফ্যান এসির সঙ্গে কি ফ্যান চালানো ঠিক? এই প্রশ্ন প্রায়ই ভাবেন ব্যবহারকারীরা। এখানে জেনে নেওয়া জরুরি যে এয়ার কন্ডিশনিং সিস্টেম একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত কুলিং সরবরাহ করে। তাই কুলিংয়ের গতি বাড়ানোর জন্য সিলিং ফ্যানের ব্যবহার করা ভাল। পাখার হাওয়া এসির শীতল বাতাস দ্রুত ঘরের চারপাশে ছড়িয়ে দিতে সাহায্য করে। ফলে এসির উপর কম চাপ পড়েও দ্রুত এবং ঘরের প্রতিটি কোনায় কুলিং পৌঁছায়।
advertisement
10/16
সার্ভিসিং এসি যখন ব্যবহার হয় না তখন অনেক ধুলো-বালি জমে মেশিনে। যার ফলে হাওয়ার সরবরাহ বজায় রাখতে অতিরিক্ত কাজ করতে হয় মেশিনকে। আর এসির উপর যত বেশি চাপ পড়ে ততই খরচ হতে শুরু করে বিদ্যুৎ। কিন্তু নিয়মিত এসি সার্ভিসিং করানো হলে মেশিন পরিষ্কার থাকে এবং মসৃণ ভাবে কাজ করে।
advertisement
11/16
আর এসির উপর যত বেশি চাপ পড়ে ততই খরচ হতে শুরু করে বিদ্যুৎ। কিন্তু নিয়মিত এসি সার্ভিসিং করানো হলে মেশিন পরিষ্কার থাকে এবং মসৃণ ভাবে কাজ করে।
advertisement
12/16
ঠান্ডা হাওয়া যেন না পালায় বর্তমানে বেশিরভাগ এসি ইনভার্টার কম্প্রেসরে সঙ্গে আসে যা একটি নির্দিষ্ট তাপমাত্রায় সেট থাকে এবং অটোমেটিক ভাবে এসি সেটিংস মডিউল করার জন্য ডিজাইন করা হয়েছে।
advertisement
13/16
যদি কোনও ভাবে এসির ঠান্ডা হাওয়া ঘর থেকে বেরিয়ে যায় তাহলেই বিপদ। তাই বিদ্যুৎ খরচ কমাতে এসির ঠান্ডা হাওয়া ঘরের ভিতরে রাখার চেষ্টা করুন।
advertisement
14/16
যদি কোনও ভাবে এসির ঠান্ডা হাওয়া ঘর থেকে বেরিয়ে যায় তাহলেই বিপদ। তাই বিদ্যুৎ খরচ কমাতে এসির ঠান্ডা হাওয়া ঘরের ভিতরে রাখার চেষ্টা করুন।
advertisement
15/16
এসি মোড ও টাইমার প্রত্যেক এসিতে একাধিক মোড থাকে যার মাধ্যমে ওই এসির সর্বোচ্চ ক্ষমতার কমে চালাতে পারবেন। যেমন-৮০%,৬০% এবং ২৫%। এ ভাবেও এসির বিল কমাতে পারেন।
advertisement
16/16
প্রত্যেক এসিতেই রয়েছে স্লিপ টাইমার। যার সুবিধা রাতের বেলা একটি নির্দিষ্ট সময়ে গিয়ে এসি অটোমেটিক বন্ধ হয়ে যায়। এর জন্য টাইমার সিলেক্ট করে রাখতে পারেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
How to Reduce Electric Bill: AC-র তাপমাত্রা 'কত' রাখলে তরতরিয়ে কমবে বিদ্যুৎ বিল? জেনে নিন 'ট্রিক্স'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল