TRENDING:

AC Electricity Bill Saving Tips: AC-র বিদ্যুৎ বিল দেখে আঁতকে উঠছেন? ৩০% খরচ কমান 'এই' ছোট্ট সহজ টিপস মেনে, না জানলেই নয়!

Last Updated:
AC Electricity Bill Saving Tips: এসি-র তাপমাত্রার প্রতিটি ডিগ্রি বৃদ্ধিতে প্রায় ৩-৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। আপনার AC তাপমাত্রা ১৮ থেকে ২৭ ডিগ্রিতে নিয়ে গেলে বছরে প্রায় ৬,২৪০ টাকা বাঁচাতে পারবেন।
advertisement
1/11
AC-র বিদ্যুৎ বিল দেখে আঁতকে উঠছেন? ৩০% খরচ কমান এই ছোট্ট টিপস মেনে, না জানলেই নয়
AC Electricity Bill: একটি সাধারণ ভুল ধারণা অনেকের মধ্যেই দেখা যায়। ভ্রান্ত ধারণাটি হল, এসি-র থার্মোস্ট্যাটটিকে ১৮ ডিগ্রিতে সেট করলে ঘর দ্রুত ঠান্ডা হবে। কিন্তু এটা সত্য নয়। ঘরটি ২৬ ডিগ্রিতে রাখলেও একই সময়ে ঘর ঠান্ডা হবে। তবে হ্যাঁ, ১৮ ডিগ্রি ২৬ ডিগ্রির চেয়ে অনেক বেশি পরিমাণে ঠান্ডা হবে।
advertisement
2/11
AC Electricity Bill: কিন্তু এই ভাবে প্রবল ঠান্ডা ঘরে থাকতে চাইলে, তার জন্য মূল্য চোকাতে হয়। যখন কম তাপমাত্রা সেট করেন, তখন AC কম্প্রেসার বেশি সময় ধরে কাজ করে, তখন শক্তি খরচ হয় বেশি।
advertisement
3/11
AC Electricity Bill: অন্যদিকে, যদি আপনি তাপমাত্রা বাড়িয়ে দেন, ধরা যাক, ২৪ ডিগ্রি, কম্প্রেসার অনেক কম সময়ের জন্য কাজ করবে, যার ফলে কম বিদ্যুৎ খরচ হবে।
advertisement
4/11
AC Electricity Bill: পছন্দসই তাপমাত্রায় পৌঁছে গেলে, কম্প্রেসার কাজ করা বন্ধ করে দেয় এবং শুধুমাত্র এসি ফ্যানটাই কাজ করে। থার্মোস্ট্যাট তাপমাত্রা বৃদ্ধি শনাক্ত করলে কম্প্রেসার পুনরায় চালু হয়।
advertisement
5/11
AC Electricity Bill: ২৪ ডিগ্রিতে এসি-র তাপমাত্রা করা থাকলে সেটিও বেশ আরামদায়ক। খুব গরমেও ১৮ বা ২২ ডিগ্রির তুলনায় ২৪ ডিগ্রিতে ব্যবহৃত শক্তির পরিমাণ অনেকটাই কম।
advertisement
6/11
AC Electricity Bill: AC তাপমাত্রা উপরের দিকে সেট করে বিদ্যুৎ বিলে উল্লেখযোগ্য সঞ্চয় করুন৷ ২০১৮ সালে একটি সার্ভেতে এক ব্যক্তি ৩০ শতাংশ বিল কমিয়ে প্রমাণ করে দিয়েছিলেন।
advertisement
7/11
AC Electricity Bill: গুরগাঁওয়ের এক ব্যক্তি প্রশান্ত কে রায় (৫১) দিনের বেলা এসি-র তাপমাত্রা ২৭ ডিগ্রিতে সেট করেন এবং রাতে প্রয়োজন হলে কম গতিতে সিলিং ফ্যান দিয়ে ২৮-২৯ ডিগ্রিতে সেট করেন।
advertisement
8/11
AC Electricity Bill: তাঁর কথায়, “আমার গুরগাঁও অ্যাপার্টমেন্টে আমি যে বিল পাই তা প্রায় ৩০০০ টাকা। আমার বিল্ডিংয়ের অন্যান্য ফ্ল্যাটে বিল আসে ৬০০০-১০০০০ টাকা।’’
advertisement
9/11
AC Electricity Bill: ‘‘আমার অ্যাপার্টমেন্টে ছ’টি এসি থাকলেও একই সময়ে মাত্র ১-২টি ব্যবহার করা হয়, কিন্তু সবগুলি ২৭-২৮ ডিগ্রিতে সেট করা হয়, যার মানে হল যে কম্প্রেসারগুলি বেশিরভাগই চালু থাকে না, আর যেগুলি চালু থাকে, সেগুলিও সবসময়ে না।’’
advertisement
10/11
AC Electricity Bill: এসি-র তাপমাত্রার প্রতিটি ডিগ্রি বৃদ্ধিতে প্রায় ৩-৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। আপনার AC তাপমাত্রা ১৮ থেকে ২৭ ডিগ্রিতে নিয়ে গেলে বছরে প্রায় ৬,২৪০ টাকা বাঁচাতে পারবেন।
advertisement
11/11
AC Electricity Bill: একটি AC-এর শক্তি খরচ শুধুমাত্র আপনি এটি সেট করা তাপমাত্রার উপর নির্ভর করে না। স্টার রেটিং, বাইরের তাপমাত্রা, ব্যবহারের সময়, ঘরের আকার, ঘরে লোকের সংখ্যা, ঘরের ইনসুলেশন ইত্যাদির উপরেও নির্ভর করে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
AC Electricity Bill Saving Tips: AC-র বিদ্যুৎ বিল দেখে আঁতকে উঠছেন? ৩০% খরচ কমান 'এই' ছোট্ট সহজ টিপস মেনে, না জানলেই নয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল