TRENDING:

ভোটার আইডিতে ভুল ! ঘরে বসেই করুন সংশোধন, জেনে নিন নিয়ম

Last Updated:
এখন ঘরে বসেই অনলাইন থেকে এই সব কাজ করা সম্ভব।
advertisement
1/12
ভোটার আইডিতে ভুল ! ঘরে বসেই করুন সংশোধন, জেনে নিন নিয়ম
১৮ বছর বয়স থেকে ভোটার কার্ড করা যায়। ভোটার কার্ডকে একটি আইডি প্রুফ হিসাবেও ব্যবহার করা হয়। যদি কোন কারনে আপনার ভোটার কার্ডের নাম, ছবি বা ঠিকানা ইত্যাদি কিছু ভুল আসে তবে তা বদল করা যায় খুবই সহজ। এখন ঘরে বসেই অনলাইন থেকে এই সব কাজ করা সম্ভব। (Photo collected)
advertisement
2/12
এর জন্য প্রথমে www.nvsp.in পেজে গিয়ে Correction of entries in electoral roll সিলেক্ট করুন। অথবা সরাসরি এই পেজে যান www.nvsp.in/Forms/Forms/form8 রেজিস্টার করে লগ ইন করুন(Photo collected)
advertisement
3/12
এরপর উপরে ড্রপ ডাউনে নিজের ভাষা সিলেক্ট করে বেসিক ইনফর্মেশানগুলি ভোরে দিন। (Photo collected)
advertisement
4/12
এরপরে যে তথ্যগুলি ভুল সেখানে ক্লিক করিন। এখানে একসাথে একাধিক তথ্য সিলেক্ট করতে পারবেন।
advertisement
5/12
এরপর আপনি সিলেক্টেড তথ্যের সঠিক তথ্য লিখে দিতে পারবেন। (Photo collected)
advertisement
6/12
এরপর নিজের ব্যাক্তিগত তথ্য যেমন ইমেল ও ফোন নম্বর অ্যাড করুন। (Photo collected)
advertisement
7/12
আপনি যদি ছবি আপডেট করতে চান তবে আপনাকে দিতে হিবে নিজের একটি নতুন ছবি। নামের বানান ভুল এলে আপনাকে দেখাতে হবে জন্ম সার্টিফিকেট বা প্যান কার্ড বা পাসপোর্ট। (Photo collected)
advertisement
8/12
এরপর সাবমিট করে দিন। এরপর আপনি এই অ্যাপ্লিকেশানের জন্য একটি ইমেল পাবেন। তার ৩০ দিনের মধ্যে আপডেট হয়ে যায় ভোটার কার্ড। (Photo collected)
advertisement
9/12
আর যদি ঠিকানা বদল করতে চান তাহলে, রেজিস্ট্রেশান ফর নিউ ভোটার আইডি কার্ড অপশানে ক্লিক করতে হবে। কিংবা due to shifting from another constituency -তে ক্লিক করতে হবে। (Photo collected)
advertisement
10/12
এবার আপনাদের সামনে ফর্ম ৬ ওপেন হবে, আর এই ফর্মটি আপনাদের ফিলআপ করতে হবে। ফর্মটি ঠিক করে ভহরবেন কারন এখানে যা লিখবেন সেটাই আপনার ভোটার আইডি কার্ডে দেখা যাবে।(Photo collected)
advertisement
11/12
আপনাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে যেমন- ছবির স্ক্যান্ড কপি, বয়সের প্রমান পত্র, আর ঠিকানারা প্রমান। আপনাদের আবেদন করার পরে ইলেকশান কমিশনের অফিসার আপনারা ডকুমেন্ট দেখবেন।
advertisement
12/12
সব কিছু ঠিক থাকে তবে ১ মাসের মধ্যে আপনারা ভোটার আইডি কার্ড আপনার বাড়িতে পৌঁছে যাবে
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ভোটার আইডিতে ভুল ! ঘরে বসেই করুন সংশোধন, জেনে নিন নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল