TRENDING:

WhatsApp Chat Lock: নিজের চ্যাট লুকিয়ে রাখতে চান? WhatsApp চ্যাট লক করুন চট করে, দেখুন কীভাবে, এক নজরে

Last Updated:
WhatsApp Chat Lock: অন্যের হাতে ফোন পড়লেই আর বাকিটা ব্যক্তিগত থাকে না। এর জন্য ব্যবহার করা উচিত WhatsApp চ্যাট লক ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক এই সম্পর্কিত সব খুঁটিনাটি।
advertisement
1/13
নিজের চ্যাট লুকিয়ে রাখতে চান? WhatsApp চ্যাট লক করুন চট করে, দেখে নিন এক নজরে
অনলাইন সুরক্ষা এবং গোপনীয়তা আমাদের সকলের বাস্তব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য মেটা WhatsApp-এ এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার এনেছে। কিন্তু, তাও অনেক সময় দেখা যায় WhatsApp-এ ইউজারদের চ্যাট নিরাপদ নন। অন্যের হাতে ফোন পড়লেই আর বাকিটা ব্যক্তিগত থাকে না। এর জন্য ব্যবহার করা উচিত WhatsApp চ্যাট লক ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক এই সম্পর্কিত সব খুঁটিনাটি।
advertisement
2/13
WhatsApp চ্যাট লক কী- ২০২৩ সালের মে মাসে, WhatsApp একটি নতুন চ্যাট লক ফিচার চালু করেছে। WhatsApp মেসেঞ্জারের নিরাপত্তা এবং গোপনীয়তা সুরক্ষাকে অন্য স্তরে নিয়ে যেতে মেটা এই ফিচারটি চালু করেছে।
advertisement
3/13
এক্ষেত্রে ইউজাররা কোনও থ্রেড একটি লুকানো ফোল্ডারে রেখে নিজেদের পরিচিতি এবং গ্রুপের চ্যাটের উপর নিয়ন্ত্রণ অর্জন করেন। যা শুধুমাত্র ইউজাররা পাসকোড, ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আইডির মাধ্যমে অ্যাক্সেস করতে বা দেখতে পারেন।
advertisement
4/13
WhatsApp এই গোপনীয়তার ফিচারের জন্য আরও বিকল্প রোল আউট করার পরিকল্পনা করেছে, যেমন ইউজাররা যে ব্যক্তিগত চ্যাটগুলি লুকাতে চান, তার জন্য অনন্য পাসওয়ার্ড তৈরি করার ক্ষমতা। ইউজাররা একটি পৃথক লক করা চ্যাট ফোল্ডারে এই ব্যক্তিগত কথোপকথনগুলি দেখতে পারেন৷ কেউ যদি সেই থ্রেডগুলি লক করার বিষয়ে নিজেদের মত বদলান, তিনি একটি সাধারণ টগলের মাধ্যমে সেটিংসটি বদলে নিতে পারেন।
advertisement
5/13
চ্যাট লক ফিচার ব্যবহার করার ফলে, নিজেদের লক করা চ্যাটে সেই কনট্যাক্ট থেকে প্রাপ্ত একটি নতুন বার্তার বিজ্ঞপ্তিগুলিও লুকানো থাকে৷ মেটা নিশ্চিত করেছে যে, নতুন WhatsApp চ্যাট লক ফিচার অ্যাপটি ব্যবহার করার সময় সম্পূর্ণ গোপনীয়তা এবং নিরাপত্তাকে নিশ্চিত করে।
advertisement
6/13
তাই ইউজারদের কাছের বন্ধু বা পরিবারের সদস্যদের যাঁদের সেই ডিভাইসের অ্যাক্সেস আছে তাঁদের কাছ থেকে আর কিছু লুকানোর প্রয়োজন নেই। এখন WhatsApp চ্যাট লক বিকল্পের সঙ্গে ইউজাররা নিজেদের অন্তরঙ্গ কথোপকথনগুলিকে যে কারও নাগালের বাইরে রাখতে পারেন।
advertisement
7/13
অ্যান্ড্রয়েড এবং আইফোনে WhatsApp চ্যাট লক চালু করার উপায়- মেটা অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয়ের জন্য WhatsApp চ্যাট লক ফিচার চালু করেছে। কিন্তু, এই ঐচ্ছিক সেটিংস চালু করতে অ্যাপটি নেভিগেট করতে হবে।
advertisement
8/13
এক নজরে দেখে নেওয়া যাক সমস্ত WhatsApp কথোপকথনের জন্য চ্যাট লক বিকল্পটি কীভাবে সক্রিয় করতে হয় তার উপায়। তবে এটি শুরু করার আগে সবার প্রথমে নিশ্চিত করতে হবে যে সেই ডিভাইসে WhatsApp-এর সর্বশেষ সংস্করণ ইনস্টল করা আছে কি না।
advertisement
9/13
প্রথমেই WhatsApp মেসেজিং অ্যাপ ওপেন করতে হবে। যে চ্যাট লগ (প্রোফাইল ছবি) লুকাতে চান ইউজার সেটিতে ক্লিক করতে হবে। chat info settings খুলতে আইকনে ক্লিক করতে হবে। নিচে স্ক্রল করতে হবে এবং Chat Lock অপশনে ক্লিক করতে হবে। এরপর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করতে হবে।
advertisement
10/13
বিকল্পভাবে, একটি পাসকোড এবং ফেস রেকগনিশন সেট আপ করা যেতে পারে (আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীদের জন্য)। লকড চ্যাট ফোল্ডারে রাখা চ্যাট দেখতে ভিউতে ক্লিক করতে হবে।
advertisement
11/13
কোন চ্যাট লগে নিজেদের লক করা চ্যাট তালিকা তৈরি করেছে তা দেখতে, chat lists ট্যাবে গিয়ে নিজেদের লক করা চ্যাট ফোল্ডারে ফিরে যেতে হবে। নিজেদের লক করা থ্রেডগুলির একটি তালিকা দেখতে লক করা চ্যাট ফোল্ডারটি ওপেন করতে হবে।
advertisement
12/13
WhatsApp চ্যাট লক বন্ধ করার উপায়- WhatsApp মোবাইল অ্যাপে এই বিকল্পটি সিলেক্ট করার জন্য কয়েকটি সহজ ধাপ রয়েছে। প্রথমেই WhatsApp ওপেন করতে হবে এবং লক করা চ্যাট ফোল্ডারটি খুঁজতে চ্যাট তালিকার নিচে সোয়াইপ করতে হবে। লক করা চ্যাটগুলিতে ক্লিক করতে হবে এবং চ্যাটের তথ্যে নেভিগেট করতে হবে৷
advertisement
13/13
লক করা চ্যাট ফোল্ডার অ্যাক্সেস করতে আঙুলের ছাপ বা ফেস আইডি দিয়ে স্ক্যান করতে হবে। লক করা চ্যাট তালিকা থেকে একটি WhatsApp চ্যাট নির্বাচন করতে হবে এবং প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। chat info settings-এ যেতে আইকনটি সিলেক্ট করতে হবে। এরপর চ্যাট লকে ক্লিক করতে হবে। আঙুলের ছাপ দিয়ে এই চ্যাটটি আনলক করতে হবে। নির্বাচিত প্রমাণীকরণ বা বায়োমেট্রিক পদ্ধতি (আঙুলের ছাপ, মুখ সনাক্তকরণ বা পাসকোড) দিয়ে সেটিংসে পরিবর্তন নিশ্চিত করতে হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp Chat Lock: নিজের চ্যাট লুকিয়ে রাখতে চান? WhatsApp চ্যাট লক করুন চট করে, দেখুন কীভাবে, এক নজরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল