Facebook Account Hacked: আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বুঝবেন কীভাবে? জেনে নিন উপায়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
How to know if your Facebook account has been hacked: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় হ্যাকারদের উৎপাত খুব বেড়েছে। সাধারণত তথ্যচুরির জন্যই হ্যাকাররা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে আমাদের অ্যাকাউন্ট হ্যাক করে থাকে। যার মধ্যে অন্যতম হল ফেসবুক।
advertisement
1/6

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় হ্যাকারদের উৎপাত খুব বেড়েছে। সাধারণত তথ্যচুরির জন্যই হ্যাকাররা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে আমাদের অ্যাকাউন্ট হ্যাক করে থাকে। যার মধ্যে অন্যতম হল ফেসবুক।
advertisement
2/6
আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা তা বুঝবেন কী করে। এই উপায় বা পদ্ধতি কিন্তু এখনও অনেকের কাছেই অজানা। এই প্রতিবেদনে এমন কিছু পদ্ধতি তুলে ধরা হল যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুক হ্যাক হয়েছে কিনা।
advertisement
3/6
আপনার যদি কোনও কারণে সন্দেহ হয় তাহলে সবার প্রথমে অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি লগ পরীক্ষা করে দেখতে হবে। ফেসবুকে আপনার করা যাবতীয় কাজের বিবরণ থাকে অ্যাক্টিভিটি লগে। সেই তালিকায় আপনার করা অ্যাক্টিভিটি বাদে অন্য কিছু থাকলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
advertisement
4/6
লোকেশন হিস্ট্রি চালু রাখলে ফেসবুক আপনার অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করে। তবে সেটি চালু থাকলে হ্যাকার আপনার অ্যাকাউন্টে ঢুকলে তার অবস্থানও লিপিবদ্ধ হয়ে যাবে। কোনো অবস্থান অপরিচিত ঠেকলে ধরে নিতে পারেন অন্য কেউ আপনার অ্যাকাউন্ট প্রবেশ করেছে।
advertisement
5/6
লোকেশন হিস্ট্রি কেবল অ্যাপ থেকে দেখা যায়। ফেসবুকের অ্যান্ড্রয়েড অ্যাপে ওপরের ডান কোনা থেকে আড়াআড়ি তিনটি রেখাযুক্ত আইকনে ট্যাপ করুন। এরপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘প্রাইভেসি শর্টকাটস’ নির্বাচন করুন। এরপর যেতে হবে ম্যানেজ ইয়োর লোকেশন সেটিংস > লোকেশন হিস্ট্রি > ভিউ ইয়োর লোকেশন হিস্ট্রি।
advertisement
6/6
আপনার মেইল আইডিতে অ্যাকাউন্ট রিকভারি সংক্রান্ত কোনও ম্যাসেজ আসলে সতর্ক হয়ে যেতে হবে। এর পাশাপাশি ইনবক্সও নজরে রাখতে হবে যে সেখানে কোনও অস্বাভাবির ম্যাসেজ রয়েছে কিনা যা আপনি করেননি।