YouTube: সাবস্ক্রাইবারের বন্যা, কোটি কোটি ভিউ, লাখ লাখ রোজগার! ইউটিউব চ্যানেলে থেকে আয় করতে চান? ১০ ‘সেরা ফর্মুলা’ এখনই জানুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
YouTube: ইউটিউব থেকে রোজগার করা মোটেই খুব সহজ নয়। রোজগার বাড়াতে গেলে কেবল ভিডিও বানালেই হবে না, সেইসঙ্গে বাড়াতে হবে সাবস্ক্রাইবারের সংখ্যা।
advertisement
1/15

ভিডিও থেকে গান, বিনোদনের অন‍্যতম চেনা মাধ‍্যম হয়ে উঠেছে ইউটিউব। তবে ইউটিউব বর্তমানে আয়ের বিরাট ক্ষেত্রে। বাড়িতে বসে ভিডিও বানিয়ে তা ইউটিউব চ‍্যানেলে পোস্ট করেই কোটিপতি হওয়া সম্ভব।
advertisement
2/15
পেশা হিসেবে তাই বর্তমানে ইউটিউবকে বেছে নিয়েছেন প্রচুর জনে। চাকরি করার ঝামেলা ছেড়ে টাকা রোজগারের জন‍্য ভিডিও বানানোকেই পেশা হিসেবেই বেছে নিয়েছেন বহু ব‍্যক্তি।
advertisement
3/15
অনেকেই ভাবছেন নিজের ইউটিউব চ‍্যানেল খুলবেন। তবে ইউটিউব থেকে রোজগার করা মোটেই খুব সহজ নয়। রোজগার বাড়াতে গেলে কেবল ভিডিও বানালেই হবে না, সেইসঙ্গে বাড়াতে হবে সাবস্ক্রাইবারের সংখ‍্যা।
advertisement
4/15
ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াতে সবাই চান। কিন্তু সাবস্ক্রাইবার কীভাবে বাড়ানো যায়? এর কি কোনও ফর্মুলা রয়েছে? কোনও বিশেষ পদ্ধতি মানলেই কি বেড়ে যাবে ইউটিউবে আপনার চ‍্যানেলের সাবস্ক্রাইবার।
advertisement
5/15
ইউটিউবে সাফল্য কোনও চ‍্যানেলের কতজন সাবস্ক্রাইবার আছে তার উপর নির্ভর করে। যত বেশি সাবস্ক্রাইবার, তত বেশি ভিউ। তাতেই বাড়বে রোজগার।
advertisement
6/15
তবে বেশ কয়েকটি সঠিক উপায় মেনে ভিডিও তৈরি করলে খুব দ্রুত বেড়ে যাবে যেকোনও চ‍্যানেলের সাবস্ক্রাইবারের সংখ‍্যা। কোন কোন উপায় মনে রাখবেন, জেনে নিন।
advertisement
7/15
ভিডিওর মান ভাল হতে হবে। এডিটিং এবং ভয়েস ওভার পরিষ্কার হতে হবে। জটিল নয়, খুব সহজ ভাষায় আপনার বক্তব্য ব্যাখ্যা করুন।
advertisement
8/15
[caption id="attachment_2009962" align="alignnone" width="1200"] ভিডিও আপলোড করার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখুন। আপনার ইউটিউব চ্যানেলে ক্রমাগত ভিডিও আপলোড করতে থাকুন। প্রতিদিন অন্তত একটি ভিডিও আপলোড করুন। <div class="mceTemp"> <dl id="attachment_2009964" class="wp-caption alignnone" style="width: 1200px;"> <dt class="wp-caption-dt"></dt> <dd class="wp-caption-dd">এসইও অপ্টিমাইজেশন করুন। এসইও ভাল হলে ব‍্যবহারকারীরা খুব সহজেই সার্চ করে আপনার ভিডিওটি পেয়ে যাবেন। এতে বাড়বে আপনার ভিউ এবং সাবস্ক্রাইবারের সংখ‍্যা।[/caption]
advertisement
9/15
ভিডিওর থাম্বনেল আকর্ষণীয় হতে হবে। কারণ এটা দেখে মানুষ ভিডিওতে ক্লিক করে। আপনার থাম্বনেইল আকর্ষণীয় না হলে ব্যবহারকারী আপনার ভিডিও স্ক্রোল ডাউন করে অন‍্য ভিডিওতে চলে যেতে পারেন।
advertisement
10/15
ভিডিওর শিরোনাম বা হেডলাইন নিয়ে যত্নশীল হওয়া দরকার। হেডলাইন যতবেশি আকর্ষণীয় হবে, তত বেশি লোকজন ক্লিক করবে আপনার ভিডিও।
advertisement
11/15
এছাড়া প্রতিদিন YouTube Shorts-এ ভিডিও আপলোড করুন। ছোট ছোট ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। গ্রাহক দ্রুত বৃদ্ধি পায়।
advertisement
12/15
কমিউনিটি ট্যাবেও প্রতিদিন একটি ভিডিও পোস্ট করুন। এটি একটি দুর্দান্ত বৈশিষ্ট্য এবং এর অ্যালগরিদম একটি ভিন্ন উপায়ে কাজ করে।
advertisement
13/15
অন্যান্য YouTubers সঙ্গে সহযোগিতা করুন। এটি গ্রাহক বাড়ানোর একটি খুব ভাল উপায়। এটি আরও ভিউ আনবে।
advertisement
14/15
অন‍্যান‍্য সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে আপনার ভিডিও শেয়ার করুন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওর ছোট ক্লিপ শেয়ার করুন এবং সেই ক্লিপগুলিতে আপনার ইউটিউব ভিডিওর লিঙ্ক রাখুন। এটি সরাসরি ট্রাফিক নিয়ে আসবে।
advertisement
15/15
আপনার ভিডিও সবসময় ট্রেন্ডিং বিষয় হতে হবে। ব্যবহারকারীরা বেশি প্রবণতা পছন্দ করে। আপনি Google Trends বা YouTube Trends এর সাহায্য নিতে পারেন।