How To Increase Mobile Storage: মোবাইলের মেমোরি ফুল, বিনা খরচে কীভাবে বাড়াবেন ফোনের স্টোরেজ? রইল উপায়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
How To Increase Mobile Storage or Memory Without Spent Money: বর্তমানে ফোনের স্টোরেজ খুব তাড়াতাড়ি শেষ হয়। শেষ পর্যন্ত টাকা খরচ করে স্টোরেজ কিনতে হয়। কিন্তু এমন কিছু পদ্ধতি রয়েছে যেগুলি ব্যবহার করে সহজেই বাড়াতে পারেন ফোনের স্টোরেজ।
advertisement
1/7

বর্তমানে ফোনের স্টোরেজের পরিমাণ আগের থেকে অনেকটা বাড়ালেও তাতেও হচ্ছে না ব্যবহারকারীদের। এত অ্যাপ, ছবি-ভিডিও সহ আরও নানারকম ফাইলসের কারণে নতুন ফোনেও কয়েক মাসের মধ্যেই মেরোরি শেষ পর্যায়ে চলে আসে।
advertisement
2/7
সেই সময় দরকারি কোনও কিছু ফোনে রাখতে গিয়েও সমস্যায় পড়তে হয় ব্যবহারকারী। কোনও উপায় না থাকলে শেষ পর্যন্ত টাকা খরচ করে স্টোরেজ কিনতে হয়। কিন্তু এমন কিছু পদ্ধতি রয়েছে যেগুলি ব্যবহার করে সহজেই বাড়াতে পারেন ফোনের স্টোরেজ।
advertisement
3/7
গুগল প্লে স্টোরে আপনার প্রোফাইলে গিয়ে ম্যানজ অ্যাপস অপশনে যেতে হবে। সেই অপশন ক্লিক করতেই ফোনে যত অ্যাপ রয়েছে সেগুলি তালিকা আকারে দেখতে পাবেন। এবার আপনার যে অ্যাপগুলির প্রয়োজন নেই সেগুলি আনইনস্টল করে দিলে অনেকটা মেমোরি ফাঁকা হয়ে যাবে।
advertisement
4/7
গুগল ফাইলস অপশন ব্যবহার করেও আপনার ফোনের স্টোরেজ বাড়াতে পারেন। গুগল ফাইলসে গিয়ে লার্জ ফাইলস অপশনটি খুললে কোন কোন ফাইল বেশি জায়গা নিয়েছে সেগুলি দেখতে পারবেন। অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করলে দেখবেন কিছুটা জায়গা আরও ক্লিয়ার হয়ে যাবে।
advertisement
5/7
হোয়টস অ্যাপ নিজে বেশি জায়গা না নিলেও অনেক ছবি, ভিডিও জায়গা খেয়ে নেয়। হোয়াটস অ্য়াপের সেটিংসে গিয়ে স্টোরেজ ও ডেটা অপশনে ক্লিক করুন। এরপর ম্যানেজ স্টোরেজে গিয়ে বড় ফাইলগুলি যেগুলি অপ্রয়োজনীয় সেগুলি ডিলিট করে দিন।
advertisement
6/7
এছাড়া গুগুল ফটোজ অ্যাপটি ডাউনলোড করে সেখানে ফোনের সমস্ত ছবি ব্যাকআপ করুন। আর ফোনের মেমোরি থেকে সমস্ত থবি-ভিডিও ডিলিট করে দিন। চিন্তার কোনও কারণ নেই সেগুলি গুগুল ফটোজে থেকে যাবে ও আপনার ফোনের স্টোরেজেও অনেকটা ফাঁকা হয়ে যাবে।
advertisement
7/7
নিয়মিত ক্যাশে ক্লিয়ার করতে থাকুন। তার জন্য আপনাকে ফোনের সেটিংস অপশনে যেতে হবে এবং অ্যাপস সিলেক্ট করতে হবে। তার পর যে সব অ্যাপের ক্যাশে ক্লিয়ার করতে চান, সেগুলি এক এক করে ক্লিক করুন এবং ক্লিয়ার ক্যাশে অপশনটি বেছে নিন।