TRENDING:

Electric Wire: বাড়ির সুরক্ষা বিদ্যুৎবাহী তারে! এই ভুল আপনিও করছেন না তো?

Last Updated:
গৃহস্থ্য বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য যেসব তার ব্যবহার করা হয়, তাতে গোলমাল থাকতে পারে। সাধারণত সকলেই চান সস্তার তার লাগাতে।
advertisement
1/7
বাড়ির সুরক্ষা বিদ্যুৎবাহী তারে! এই ভুল আপনিও করছেন না তো?
বাড়িতে এক মুহূর্ত বিদ্যুৎ সংযোগ না থাকলে আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। অথচ, এই বিদ্যুৎ সংযোগ থেকেই হতে পারে মারাত্মক বিপদ। আবার বিপদ থেকে উদ্ধার পাওয়া ততটাও কঠিন নয়। বরং একটু সচেতন হলেই নিশ্চিন্ত জীবন কাটানো যেতে পারে।
advertisement
2/7
গৃহস্থ্য বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য যেসব তার ব্যবহার করা হয়, তাতে গোলমাল থাকতে পারে। সাধারণত সকলেই চান সস্তার তার লাগাতে। আপাত ভাবে কম খরচ হলেও, এতে যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত চাপের কারণে এই ধরনের বৈদ্যুতিক তারগুলি ফেটে আগুন লেগে যেতে পারে।
advertisement
3/7
আজকাল প্রায় সকলের ঘরেই থাকে রেফ্রিজারেটর, হিটার, এয়ার কন্ডিশনার। কিন্তু এই সমস্ত বৈদ্যুতীন যন্ত্রের চাপ সস্তার তার বহন করতে পারে না। তখনই শর্ট সার্কিট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই বাড়িতে ‘স্ট্যান্ডার্ড ওয়্যারিং’ ইনস্টল করাই সব থেকে ভাল।
advertisement
4/7
বিদ্যুতের ব্যবহার অনুযায়ী বেছে নিতে হবে তার— নিজের ঘরে কেমন তার বসাবেন, তা স্থির করতে হবে ঠিক কতটা বিদ্যুতের ব্যবহার করবেন, তার উপর। কতটা চাপ ওই তারের উপর পড়বে তা নির্ধারণ করেই তার বাছতে হবে।
advertisement
5/7
যদি কেউ ইনভার্টার বসানোর কথা ভাবেন, তাহলে তাঁর উচিত ১ মিলিমিটার তার ব্যবহার করা। আবার যদি কেউ ফ্রিজ, এসি, বৈদ্যুতিক গিজার এবং হিটার পয়েন্টের জন্য তার খোঁজেন তবে ৩ থেকে ৪ মিলিমিটার তার ব্যবহার করতে হবে।
advertisement
6/7
তবে যেকোনও ফিটিংয়ের আগে ভাল করে তার যাচাই করে দেখে নিতে হবে। অবশ্যই দেখে নিতে হবে, ওই তারে আইএসআই চিহ্ন আছে কিনা। যদি কোনও তারে আইএসআই চিহ্ন না থাকে, তাহলে তার গুণমানের কোনও নিশ্চয়তা থাকে না। শুধুমাত্র আইএসআই চিহ্নযুক্ত তারই মান-সম্পন্ন তার বলে মনে করা হয়। কারণ এই আইএসআই চিহ্ন হল ভারতে শিল্প পণ্যের মানক চিহ্ন।
advertisement
7/7
তারের মান ভাল না হলে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় এটি অগ্নিকাণ্ডের মূল কারণ। তাই নিজের বাড়িতে বিদ্যুৎবাহী তারের দিকে নজর দিতে হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Electric Wire: বাড়ির সুরক্ষা বিদ্যুৎবাহী তারে! এই ভুল আপনিও করছেন না তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল