TRENDING:

Get Rid Of Reels : Facebook Reel দেখার আসক্তি কাটাতে চাইছেন? এভাবে হাইড করা যায় রিলস! জেনে নিন

Last Updated:
Get Rid Of Reels : ফেসবুক-ইনস্টাগ্রামের ছোট ছোট ভিডিও এবং রিল দেখাটাও যেন একটা নেশার পর্যায়ে চলে গিয়েছে। কিছু মানুষ বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটররা আবার রিল কিংবা ছোট মাপের ভিডিও ফিচার খুবই পছন্দ করেন।
advertisement
1/8
Facebook Reel দেখার আসক্তি কাটাতে চাইছেন? এভাবে হাইড করা যায় রিলস! জেনে নিন
বর্তমানে স্মার্টফোন ছাড়া জীবনটা বোধহয় কল্পনাই করা যায় না। আর ফেসবুক-ইনস্টাগ্রামের ছোট ছোট ভিডিও এবং রিল দেখাটাও যেন একটা নেশার পর্যায়ে চলে গিয়েছে। কিছু মানুষ বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটররা আবার রিল কিংবা ছোট মাপের ভিডিও ফিচার খুবই পছন্দ করেন।
advertisement
2/8
তবে অনেকেই এমন রয়েছেন, যাঁরা একেবারেই তা পছন্দ করেন না। তাই যাঁরা ফেসবুক রিল পছন্দ করেন না, তাঁদের কী করণীয়? নিশ্চয়ই ফেসবুক রিল রিমুভ করতে ইচ্ছে করে! এটা কি আদৌ সম্ভব? আজকের প্রতিবেদনে সেই বিষয়েই আলোচনা করা যাক।
advertisement
3/8
Hide Facebook Reels বাটন কি রয়েছে? দুর্ভাগ্যের বিষয় হল, এমন বাটন কিন্তু এখনও পর্যন্ত নেই! ভবিষ্যতে আদৌ তা আসবে কি না, সেটাও স্পষ্ট নয়। হয়তো বা Facebook একটি Hide Reels বাটন অ্যাড করতে পারে। তবে আপাতত যেহেতু এই বাটন নেই, বিকল্প পথ কি কিছু আছে? সেটাই দেখে নেওয়া যাক।
advertisement
4/8
ফেসবুকের রিল হাইড করার উপায় কী? Reels ফিচারের উপর বেশ জোর দিচ্ছে Facebook। ফলে বর্তমানে ব্যবহারকারীদের News Feed জুড়েই আসতে থাকে এই ফিচারটি। শুধু তা-ই নয়, Watch এবং Story panel-এও পাওয়া যাচ্ছে Reels। তা এড়াতে চাইলে কয়েকটি বিষয় অনুসরণ করতে হবে।
advertisement
5/8
Facebook Web-এর ব্যবহার- রিলস দেখতে না চাইলে ব্যবহারকারীকে অ্যাপ ভার্সন নয়, বরং ব্যবহার করতে হবে ওয়েব ভার্সন। আসলে ফেসবুক ওয়েবসাইটের News Feed অথবা Story-তে কিন্তু রিল আসবে না। পরে হয়তো ওয়েবসাইটেও রিলের দেখা মিলতে পারে। তবে আপাতত এমনটা হচ্ছে না।
advertisement
6/8
ফেসবুকের পুরনো ভার্সন- অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপ ব্যবহার করলে বরং ওই অ্যাপের পুরনো ভার্সন ব্যবহার করতে হবে। তবে iOS-এ এই সুবিধা পাওয়া যাবে না। যে কোনও বিশ্বস্ত APK সাইটে যেতে হবে ফেসবুক অ্যাপের পুরনো ভার্সনের জন্য। এর পর ব্যবহারকারীকে আপডেটেড সাম্প্রতিক ফেসবুক অ্যাপ আনইনস্টল করে পুরনো ভার্সনটা ইনস্টল করতে হবে।
advertisement
7/8
রিল হাইড করা যাবে- আসলে একটা অ্যালগরিদম রয়েছে। ব্যবহারকারী যত বেশি রিল দেখবেন, ফেসবুকও তাঁকে তত বেশি করে রিল দেখাবে। যদি ব্যবহারকারী এক বার রিল দেখা বন্ধ করে দেন, তাহলে ফেসবুক আর রিল দেখাবে না। রিল প্যানেলে গিয়ে ডান দিকের উপরের অংশে থাকা তিনটি ডটে ট্যাপ করতে হবে। এভাবে ফেসবুককে জানাতে হবে যে, ব্যবহারকারী আর রিল দেখতে চাইছেন না। ফলে ফেসবুক আর তা দেখাবে না।
advertisement
8/8
কন্টেন্ট পছন্দ না হলে তা হাইড করার উপায়- যে কন্টেন্ট দেখানো হচ্ছে, সেটা ভাল না লাগলে তা নিউজ ফিড থেকে হাইড করা যাবে। এতে অবশ্য রিল সামনে আসা বন্ধ হবে না। তবে ভাল না লাগার রিলগুলি দেখতে হবে না। অপছন্দের কন্টেন্ট বা রিল এলে তার নিচের তিনটি ডটে গিয়ে হাইড রিল সিলেক্ট করতে হবে। এতে ওই ধরনের কন্টেন্ট আর দেখতে হবে না।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Get Rid Of Reels : Facebook Reel দেখার আসক্তি কাটাতে চাইছেন? এভাবে হাইড করা যায় রিলস! জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল