Deactivate Threads Account: Threads ডিলিট করতে গেলে Instagram উড়ে যাচ্ছে! কীভাবে নিষ্ক্রিয় করবেন? জানুন এক নজরে
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Deactivate Threads account: যে সকল ইউজার Threads অ্যাপে লগইন করেছেন এবং এখন পছন্দ না হওয়ায় বা অন্য কারণে নিজেদের অ্যাকাউন্ট ডিলিট করতে চান, তাঁরা কী করবেন?
advertisement
1/13

Meta-র সিইও মার্ক জুকেরবার্গ সম্প্রতি তাঁর নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Threads লঞ্চ করেছেন, যা Instagram টিম দ্বারা নির্মিত। Meta থেকে নতুন মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে, মূলত টেক্সট আপডেটগুলি সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য এবং সকলের সঙ্গে কথোপকথনের জন্য।
advertisement
2/13
Threads অ্যাপে যোগ দিতে ইউজাররা নিজেদের Instagram অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করতে পারেন এবং পোস্টগুলি ৫০০ লেটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। এছাড়াও ৫ মিনিট পর্যন্ত দৈর্ঘ্যের লিঙ্ক, ফটো এবং ভিডিও পোস্ট করা যেতে পারে। যে সকল ইউজার Threads অ্যাপে লগইন করেছেন এবং এখন পছন্দ না হওয়ায় বা অন্য কারণে নিজেদের অ্যাকাউন্ট ডিলিট করতে চান, তাঁরা কী করবেন?
advertisement
3/13
কেন না, Instagram-এর হেল্প সেন্টারে Threads প্রাইভেসি পলিসি অনুসারে, "ইউজাররা যে কোনও সময় নিজেদের প্রোফাইল নিষ্ক্রিয় করতে পারেন। কিন্তু, Threads প্রোফাইল কেবলমাত্র নিজেদের Instagram অ্যাকাউন্ট ডিলিট করার মাধ্যমে মুছে ফেলা যেতে পারে।"
advertisement
4/13
যে সকল ইউজার নিজেদের Instagram অ্যাকাউন্ট ডিলিট করতে চান না, তাঁদের জন্য একটি বিকল্প রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement
5/13
নিজেদের Threads অ্যাকাউন্ট কীভাবে নিষ্ক্রিয় করা যাবে, সেই সম্পর্কে ধাপে ধাপে নির্দেশিকা দেওয়া হল -
advertisement
6/13
প্রথমেই Threads অ্যাপ ওপেন করতে হবে।
advertisement
7/13
এরপর নিচের ডান দিকের কোণে থাকায় প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে।
advertisement
8/13
এরপর উপরের ডানদিকের কোণে থাকা মেনু আইকনে ক্লিক করতে হবে।
advertisement
9/13
এরপর Account অপশনে ক্লিক করতে হবে। এরপর Deactivate Profile অপশনে ক্লিক করতে হবে।
advertisement
10/13
এরপর Deactivate Threads Profile অপশনে ক্লিক করতে হবে এবং নিজেদের পছন্দ নিশ্চিত করতে হবে।
advertisement
11/13
এই পদক্ষেপগুলি অনুসরণ করার পরে, Threads অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হবে।
advertisement
12/13
জানা গিয়েছে যে, Threads এখন ইউজারদের নানা ফিচার দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে। এই আসন্ন ফিচারগুলির মধ্যে রয়েছে এডিট বাটন, ফলোয়িং ফিড এবং বিভিন্ন ভাষার জন্য অনুবাদ করার বিকল্প। ইউজাররা শীঘ্রই বিনামূল্যে তাঁদের পোস্ট এডিট করার ক্ষমতা পাবেন বলে জানা গিয়েছে।
advertisement
13/13
Instagram-এর প্রধান অ্যাডাম মসেরি নিশ্চিত করেছেন যে, বিভিন্ন ভাষা সমর্থন করার জন্য একটি অনুবাদের অপশন তৈরি করা হচ্ছে। যদিও অ্যাপটির বর্তমান সংস্করণ শুধুমাত্র অ্যাকাউন্ট অনুসন্ধানের অনুমতি দেয়। ভবিষ্যতের আপডেট ইউজারদের নির্দিষ্ট পোস্টগুলি অনুসন্ধান করতে দেবে। সংস্থাটি Instagram-এর জন্য একটি ওয়েব ইন্টারফেসেও কাজ করছে। কিন্তু, মসেরির মতে তাঁদের অগ্রাধিকার হল মোবাইল অ্যাপ।