ফোনের চার্জিং পোর্ট নিজেই পরিষ্কার করুন এভাবে, না হলে স্মার্টফোন খারাপ হবে তাড়াতাড়ি
- Published by:Suman Majumder
Last Updated:
Charging port cleaning: ফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করা খুব জরুরি। এভাবে বাড়িতেই সেটা পরিষ্কার করা যায়।
advertisement
1/5

ফোনের স্ক্রিন আমরা অনেকেই পরিষ্কার করি। তবে চার্জিং পোর্ট-এর দিকে নজর দিই না। ফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করা সব থেকে জরুরি।
advertisement
2/5
ফোন ব্যাগে রাখুন বা পকেটে, চার্জিং পোর্ট-এ নোংরা ঢুকে যাওয়া স্বাভাবিক ব্যাপার। তবে চার্জিং পোর্ট বাড়িতেই পরিষ্কার করা যায়।
advertisement
3/5
চার্জিং পোর্ট-এ নোংরা জমে থাকলে অনেক সময় ফোন চার্জ হয় না। অনেক সময় আবার ফোন চার্জ হতে দেরি হয়।
advertisement
4/5
টুথপিক-এ তুলো জড়িয়ে চার্জিং পোর্ট পরিষ্কার করতে পারেন। তবে এই কাজ করতে হবে খুব সাবধানে। না হলে টুইপিক ভেঙে কিছুটা অংশ চার্জিং পোর্ট-এ থেকে যেতে পারে।
advertisement
5/5
ইয়ারবাড দিয়েও চার্জিং পোর্ট পরিষ্কার করতে পারেন। সঠিক উপায়ে সেটি চার্জিং পোর্ট-এ প্রবেশ করিয়ে পরিষ্কার করতে হবে। সতর্কতা অবলম্বন জরুরি।