AC পরিষ্কার নিজেই করুন 'এভাবে', মেকানিকের খরচ বাঁচান, কায়দাটা শিখে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
AC Cleaning Tips: গরমের দিন শুরু। ফলে এখন ঘরে ঘরে এসি চলবে। এমন সময় অনেকেই এসি সার্ভিস করিয়ে তার পর চালান। কারণ গত ২-৩ মাস অনেকের বাড়িতেই বন্ধ ছিল এসি। তবে এসি বাড়িতেই পরিষ্কার করে নেওয়া যায়।
advertisement
1/8

শীতের দিন শেষ। এবার প্রবল গরমে হাঁসফাস অবস্থা হবে সবার। আর এবার এসি-র ব্যবহারের দিন শুরু।
advertisement
2/8
এয়ার কন্ডিশনার অনেকের বাড়িতেই গত কয়েক মাস ধরে বন্ধ। ফলে অনেকেই এসি সার্ভিস করে তার পর আবার ব্যবহার করা শুরু করবেন।
advertisement
3/8
এসি সার্ভিস মানেই আপনাকে মেকানিক ডাকতে হবে বাড়িতে। ফলে খরব বাড়বে। তার থেকে বাড়িতেই যদি এসি সার্ভিস করে নেওয়া যায়! তাও আবার নিজেই!
advertisement
4/8
তবে নিজে এসি সার্ভিস করতে হলে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। সেগুলো জানা থাকলে কাজ করতে সুবিধা হবে।
advertisement
5/8
পাওয়ার সাপ্লাই বন্ধ করে এসির প্যানেল খুলে নিন। এসি-র ফিল্টার বের করে নিন এর পর।
advertisement
6/8
এর পর একটি টুথব্রাশ দিয়ে ফিল্টারের ময়লা পরিষ্কার করে নিন। তার পর ইভাপোরেটর পরিষ্কার করে নিন। তবে সাবধান। ইভাপোরেটরের পাখা খুব ধীরে পরিষ্কার করতে হবে।
advertisement
7/8
ট্যাপ কলের জলের তলায় রেখে ফিল্টার পরিষ্কার করে নিতে পারেন। না হলে কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে।
advertisement
8/8
এর পর ফিল্টারগুলো রোদে শুকোতে দিন। তার পর সেগুলো আবার এসির ইউনিটে ফিট করে দিন।