TRENDING:

Whatsapp Deleted Message Recovery: ডিলিটেড মেসেজ দেখতে আগ্রহী? নিজের ফোনের সেটিংস বদলেই দেখতে পাবেন, পদ্ধতি জানুন

Last Updated:
How to Check Deleted Message from Whatsapp: কোনও থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন নেই, ফোন থেকেই সরাসরি দেখতে পাবেন ডিলিট করা মেসেজ৷
advertisement
1/6
ডিলিটেড মেসেজ দেখতে আগ্রহী? নিজের ফোনের সেটিংস বদলেই দেখতে পাবেন, পদ্ধতি জানুন
একবার WhatsApp থেকে ডিলিট করা মেসেজ পড়া প্রায় অসম্ভব৷ অনেক ক্ষেত্রেই হয় যে জরুরি মেসেজ মুছে গেলে তা আর পড়া যায় না৷ আবার কারও পাঠানো মেসেজ মুছে যাওয়ায়, তা আপনি দেখতে পাচ্ছেন না৷ তবে এমন পরিস্থিতিতেও উপায় রয়েছে৷ যার যেরে খুব সহজে পড়তে পারবেন মুছে যাওয়া বা মুছে দেওয়া মেসেজ৷ এবং এর জন্য কোনও থার্ড পার্টি অ্যাপেরও প্রয়োজন নেই৷
advertisement
2/6
বিশ্বব্যাপী WhatsApp-এর জনপ্রিয়তা রয়েছে৷ দ্রুত মেসেজ পাঠানোর এই অ্যাপ সকলের ফোনেই রয়েছে৷ এতে, ইউজারদের গোপনীয়তার জন্য অনেকগুলি বৈশিষ্ট্য বা ফিচার রয়েছে। এর মধ্যে একটি হল Delete for everyone. এই ফিচারের মাধ্যমে ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করা যাবে। এই কারণে, মেসেজগুলো কেবল প্রেরকের নয়, প্রাপকের পক্ষ থেকেও মুছে ফেলা হয়। তবে, কিছু যে লিখে মুছে ফেলা হয়েছে, সেটা বোঝা যায়৷ সেখানে লেখা থাকে মেসেজ ডিলিটেড৷
advertisement
3/6
কী লেখা মুছে ফেলা হল, তা জানতে অনেক সময়ই আগ্রহ থাকে৷ এটি ট্র্যাক করার জন্য গুগল প্লে স্টোরে অনেক থার্ড পার্টি অ্যাপ রয়েছে। ডিলিট করা মেসেজ এই অ্যাপের মাধ্যমে পড়া যাবে। কিন্তু, এভাবে মেসেজ পড়লে আপনার ফোনের প্রাইভেসিতে সমস্যা হতে পারে৷ সাধারণত থার্ড পার্টি অ্যাপে ভাইরাস সমস্যা হতে পারে ফোনে৷ এই ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই৷ এমন একটি পদ্ধতি রয়েছে যার মাধ্যমে ডিলিট করা মেসেজ পড়ার জন্য আপনার কোনও থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না।
advertisement
4/6
অ্যান্ড্রয়েড ফোনে এটা করতে পারবেন কোনও থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই। চলুন জেনে নেওয়া যাক পদ্ধতি। প্রথমেই বলে রাখি যে এই ফিচারটি শুধুমাত্র Android 11 এবং তার উপরের ভার্সনে পাওয়া যাবে। প্রথমে ফোনের ভার্সন চেক করুন এবং ফোন আপডেটও করুন।
advertisement
5/6
প্রথমে ফোনের সেটিংসে যান। তারপর Notifications-এ যান। More Settings আলতো চাপুন। এর পর Notifications History-তে যান। তারপর পর্দায় দৃশ্যমান toggle চালু করুন।
advertisement
6/6
এই বোতামটি চালু করার পরে, আপনি যখন এই প্রক্রিয়াটি আবার পুনরাবৃত্তি করবেন, আপনি ফোনে গত ২৪ ঘণ্টার মধ্যে প্রাপ্ত সমস্ত বিজ্ঞপ্তি দেখতে পাবেন। এর মধ্যে মুছে ফেলা মেসেজগুলো অন্তর্ভুক্ত থাকবে। তবে এখানে আপনি ছবি, ভিডিও বা অডিও বার্তা দেখতে পাবেন না। আপনি শুধুমাত্র টেক্সট মেসেজই দেখতে সক্ষম হবে৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Whatsapp Deleted Message Recovery: ডিলিটেড মেসেজ দেখতে আগ্রহী? নিজের ফোনের সেটিংস বদলেই দেখতে পাবেন, পদ্ধতি জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল