Petrol: এক মিনিট লাগবে, বুঝে যাবেন পেট্রোল আসল নাকি নকল! সহজ 'কায়দা' শিখে রাখুন
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
Petrol- এদিকে পেট্রোল এবং ডিজেলের দাম তো আকাশছোঁয়া। আর সবথেকে বড় কথা হল, এই সব জ্বালানি তেলের দাম যেন পাল্লা দিয়ে বেড়েই চলেছে। তার উপর নকল পেট্রোলের রমরমা।
advertisement
1/6

বর্তমানে প্রায় সকলের ঘরে ঘরেই গাড়ি-বাইক রয়েছে। আর চার চাকা কিংবা দুচাকার গাড়ি মসৃণ ভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য জ্বালানির প্রয়োজন হয়। এদিকে পেট্রোল এবং ডিজেলের দাম তো আকাশছোঁয়া। আর সবথেকে বড় কথা হল, এই সব জ্বালানি তেলের দাম যেন পাল্লা দিয়ে বেড়েই চলেছে। যার প্রভাব পড়ছে মধ্যবিত্ত পরিবারের বাজেটের উপর।
advertisement
2/6
পেট্রোল আর ডিজেলের ক্রমবর্ধমান মূল্যের জেরে নাভিশ্বাস ওঠার উপক্রম মধ্যবিত্ত শ্রেণীর। এমন পরিস্থিতিতে কিছু পেট্রোল পাম্পের মালিক অসাধু উপায় অবলম্বন করছেন। বিপুল পরিমাণে লাভ পাওয়ার জন্য তাঁরা নকল পেট্রোল ব্যবহার করেছেন। যা গাড়ির ইঞ্জিন পর্যন্ত বিকল করে দিতে পারে। এমন পরিস্থিতিতে যদি আসল আর নকলের ফারাক বোঝার উপায় জানা থাকে, তাহলে প্রতারণার হাত থেকে নিজেকে অনায়াসে বাঁচানো যাবে।
advertisement
3/6
নকল পেট্রোল চেনার উপায়: জল পরীক্ষা বা ওয়াটার টেস্ট- একটি স্বচ্ছ বোতলে কিছুটা পেট্রোল নিতে হবে। তারপর তার মধ্যে কয়েক ফোঁটা জল যোগ করতে হবে। যদি পেট্রোলটি আসল হয়, তাহলে জল স্থির হয়ে যাবে এবং পেট্রোলটি উপরে ভাসতে থাকবে। কিন্তু যদি তা ভেজাল পেট্রোল হয়, তবে জল এবং পেট্রোল একসঙ্গে মিশে যাবে। আর একটি ঘোলাটে দ্রবণ তৈরি হবে।
advertisement
4/6
টিস্যু পেপার দিয়ে পরীক্ষা: প্রথমে একটি টিস্যু পেপার নিতে হবে এবং তারপর তাতে কয়েক ফোঁটা পেট্রোল দিতে হবে। সেটি শুকিয়ে নেওয়ার পর যদি পেট্রোলের চিহ্ন থেকে যায়, তাহলে বুঝতে হবে যে, এটি নকল বা ভেজাল। কারণ আসল পেট্রোল কোনও ছাপ রাখে না।
advertisement
5/6
গন্ধের সাহায্যে পরীক্ষা: পেট্রোলের গন্ধ আমরা কখনও না কখনও পেয়েই থাকি। ফলে এর গন্ধ কমবেশি সকলেই চেনেন। তাই কয়েক ফোঁটা পেট্রোল নিতে হবে এবং একটি কাগজের উপর ফেলতে হবে। তাতে যদি অদ্ভুত গন্ধ থাকে অথবা একেবারেই কোনও গন্ধ না থাকে, তাহলে তা ভেজালযুক্ত। কারণ কখনও কখনও পেট্রোলের মধ্যে কেরোসিন এবং জলও মেশানো হয়।
advertisement
6/6
ড্রপ পরীক্ষা: পেট্রোল খাঁটি কি না, তা শনাক্ত করার জন্য এই পদ্ধতিটি খুবই কার্যকর। এর সাহায্যে যে কেউ চোখের পলকে পেট্রোল আসল না কি ভেজালযুক্ত, তা অতি সহজে শনাক্ত করতে পারেন। এই পরীক্ষা করার জন্য কয়েক ফোঁটা পেট্রোল নিতে হবে, এরপর হাত দিয়ে স্পর্শ করে পেট্রোলের সেই ফোঁটাগুলি পরীক্ষা করতে হবে। যদি পেট্রোলের ফোঁটায় গ্রিজ থাকে, তবে সেটি ভেজাল হতে পারে। অন্য দিকে যদি পেট্রোলের ফোঁটাটি মতো হয় এবং বাষ্পীভূত হয়, তবে বুঝতে হবে যে, সেটি আসল।