Voter ID Card: ভোটার কার্ড ছাড়াই ভোট দিন! ফোনে এই অ্যাপ থাকলেই কেল্লাফতে, ৯৯% মানুষই জানেন না
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Voter ID Card: ভোটার কার্ড হারিয়ে গেলে বা যে কোনও কারণে ভোট দেওয়ার সময় কাছে না থাকলে কি ভোট দেওয়া যাবে না? মোটেই নয়। ডিজিটাল দুনিয়ায় সবই সম্ভব। ভোটার কার্ড ছাড়াও দিব্যি দেওয়া যাবে ভোট। শুধু ফোনে থাকতে হবে একটি অ্যাপ।
advertisement
1/7

দেশজুড়ে চলছে নির্বাচন। তবে অনেক সময় ভোট দিতে গিয়ে দেখা যায় ভোটার কার্ডটাই নেই। কারও ক্ষেত্রে হারিয়ে যায়। কেউ হয়তো ভুলে গিয়েছেন। কিন্তু এমন ক্ষেত্রেও চিন্তার কারণ নেই, ভোটার কার্ড না থাকলেও দিব্যি ভোট দেওয়া যাবে। শুধু ফোনে থাকা চাই একটি অ্যাপ।
advertisement
2/7
চলছে লোকসভা ভোট। লোকসভা ভোট নিয়ে দেশবাসীর মধ্যে প্রবল উত্সাহ। তবে অনেক সময় ভোটার কার্ড নিয়ে সমস্যা পড়েন ভোটাররা।
advertisement
3/7
ভোটার কার্ড হারিয়ে গেলে বা যে কোনও কারণে ভোট দেওয়ার সময় কাছে না থাকলে কি ভোট দেওয়া যাবে না? মোটেই নয়। ডিজিটাল দুনিয়ায় সবই সম্ভব। ভোটার কার্ড ছাড়াও দিব্যি দেওয়া যাবে ভোট। শুধু ফোনে থাকতে হবে একটি অ্যাপ।
advertisement
4/7
ডিজিলকার নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন সরকার স্বীকৃত অ্যাপ রয়েছে। এই অ্যাপে ভারতের যেকোনও নাগরিক তার গুরুত্বপূর্ণ নথি সফট কপি আকারে রাখতে পারবেন। এই অ্যাপে উপস্থিত আপনার নথির সফট কপি সর্বত্র বৈধ।
advertisement
5/7
ভোটার আইডি কার্ড (বা এর বিকল্প নথি) সাধারণত ভারতে ভোট দেওয়ার জন্য প্রয়োজন হয়। তবে অন্যান্য বেশ কয়েকটি নথির সাহায্যেও ভোট দেওয়া যেতে পারেন। এখানে কিছু সাধারণ নথি রয়েছে যা সাধারণত নির্বাচন কমিশন দ্বারা গৃহীত হয়
advertisement
6/7
পাসপোর্টড্রাইভিং লাইসেন্স আধার কার্ড প্যান কার্ড রাজ্য অথবা কেন্দ্রের সার্ভিস আইডি কার্ড
advertisement
7/7
ব্যাঙ্ক/কো-অপারেটিভ ব্যাঙ্কের পাসবুকরিটায়ার্ড ব্যক্তিদের পেনসনের নথি পিএসইউ এমজিএনআরইজিএ জব কার্ড শ্রম মন্ত্রকের হেল্থ ইন্সিওরেন্স কার্ড