WiFi Speed: রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট, ‘চারগুণ’ স্পিড বাড়বে ওয়াইফাইয়ের! রাউটারের কাছে রেখে দিন রান্নাঘরের এই একটি জিনিস
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
How To Boost WiFi Internet: বড় ভরসা বাড়ির ওয়াইফাই। তবে একটি খুব সাধারণ জিনিসকে কাজে লাগিয়ে অনেকখানি বাড়ানো যেতে পারে ওয়াইফাইয়ের গতি।
advertisement
1/10

এখন ইন্টারনেট ছাড়া দিনযাপন প্রায় অচল। অফিসের কাজই হোক বা অবসরে রিল দেখা, ফোনে ‘নো-ইন্টারনেট’ দেখলেই প্রায় আঁতকে ওঠার দশা বেশিরভাগ সকলের। আট থেকে আশি সবার সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠেছে ইন্টারনেট।
advertisement
2/10
ইন্টারনেটের বহুল ব‍্যবহার এবং প্রয়োজনীয়তার কারণেই ফোনের ইন্টারনেটের পাশাপাশি প্রায় প্রতিটি বাড়িতেই জায়গা করে নিয়েছে ওয়াইফাই। ওয়াইফাইয়ের উপরে দিন দিন নির্ভরশীলতা আরও বাড়ছে।
advertisement
3/10
কিন্তু ওয়াইফাইয়ের ক্ষেত্রে একটি সমস‍্যা অত‍্যন্ত চেনা। অনেক সময়ই দেখা যায়, ওয়াইফাইয়ের নেটও চলছে স্লো। কিন্তু জানেন কি খুব সহযেই বাড়ানো যায় ওয়াইফাইয়ের গতি। বাড়িতে রান্নাঘরেই রয়েছে সেই ‘জাদু কাঠি’।
advertisement
4/10
প্রায় প্রতিটি কাজে বর্তমানে অপরিহার্য ইন্টারনেটের ব‍্যবহার। ফলে মোবাইলের ডেটার আয়ু বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই বড় ভরসা বাড়ির বা কাজের জায়গার ওয়াইফাই। তবে একটি খুব সাধারণ জিনিসকে কাজে লাগিয়ে অনেকখানি বাড়ানো যেতে পারে ওয়াইফাইয়ের গতি।
advertisement
5/10
এই সাধারণ জিনিসটি হল অ‍্যালুমিনিয়াম ফয়েল। বেশিরভাগ জনের রান্নাঘরেই থাকে অ‍্যালুমিনিয়াম ফয়েল। এই অ‍্যালুমিনিয়াম ফয়েলকে ওয়াইফাইয়ের গতি বাড়াতে কীভাবে ব‍্যবহার করবেন জেনে নিন।
advertisement
6/10
সম্প্রতি একটি গবেষণায় বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে, অ‍্যালুমিনিয়ম ফয়েলকে যদি ‘ভার্চুয়াল ওয়াল’ মতো ব‍্যবহার করা যায় তাহলে বাড়তে পারে ওয়াইফাইয়ের গতি।
advertisement
7/10
এই ফয়েলটিকে বিশেষভাবে কেটে WiFi রাউটারের পিছনে লাগিয়ে ইন্টারনেটের স্পিড বাড়ানো যেতে পারে। ডার্টমাউথ কলেজের বিজ্ঞানীরা একটি বিশেষ পরীক্ষা করেছেন।
advertisement
8/10
তারা WiFi রাউটারকে এমন একটি এলাকায় রেখেছিলেন, যেখানে সিগন্যাল আসছিল না। তারপর তারা অ‍্যালুমিনিয়ম ড্রিঙ্কের ক্যানকে একটি বিশেষভাবে কেটে রাউটারের পিছনে লাগিয়েছিলেন।
advertisement
9/10
এই উপায়টি কাজ করেছে এবং সেখানে ভাল সিগন্যাল পাওয়া গিয়েছে। এটি প্রমাণিত হয়েছে যে অ‍্যালুমিনিয়ম ফয়েল দিয়ে WiFi এর সিগন্যাল স্ট্রেংথ বাড়ানো যেতে পারে।
advertisement
10/10
কীভাবে লাগাবেন এলুমিনিয়াম ফয়েল?১. প্রায় ৩০ সেন্টিমিটার এলুমিনিয়াম ফয়েল নিন এবং হালকাভাবে বাঁকিয়ে নিন।২. এটি রাউটারের পিছনে লাগান, যাতে সিগন্যাল সঠিক দিকে যায়।৩. খেয়াল রাখুন যে যেদিকে আপনাকে ভাল সিগন্যাল প্রয়োজন, সেই দিকে জায়গা খোলা থাকা উচিত।