TRENDING:

স্মার্টফোন Restart করা উচিত কতদিন পর পর? জানা থাকলে ফোন ভাল থাকবে অনেকদিন

Last Updated:
Smartphone Restart: কতদিন পর পর স্মার্টফোন Restart করা ভাল? শুনে নিন আজ।
advertisement
1/8
স্মার্টফোন Restart করা উচিত কতদিন পর পর? জানা থাকলে ফোন ভাল থাকবে অনেকদিন
অনেকেই মাঝেমধ্যে নিজের স্মার্টফোন রিস্টার্ট করেন। তবে অনেকেরই এই অভ্যেসটা নেই। স্মার্টফোন এখন আমাদের জীবনের অঙ্গ। ফলে সেটি দীর্ঘদিন সচল রাখাটা এখন অনেকের কাছে দরকারি।
advertisement
2/8
স্মার্টফোন এখন মিনি কম্পিউটারের মতো কাজ করছে। যে কোনও সময় এই ডিভাইস আমাদের কাজে লাগে।
advertisement
3/8
অনেকেই অভিযোগ করেন, স্মার্টফোন দীর্ঘদিন চলে না। তবে কয়েকটি টিপস মেনে চললে স্মার্টফোন দীর্ঘদিন ভাল রাখা সম্ভব।
advertisement
4/8
বহু ফোন প্রস্তুতকারক সংস্থা ফোন রিস্টার্ট করতে বলে। নির্দিষ্ট সময় পর পর ফোন রিস্টার্ট করলে সেটা অনেকদিন ভাল থাকে।
advertisement
5/8
ফোন রিস্টার্ট করলে মেমরি ক্লিয়ার হয়। কোনো অ্যাপ সমস্যা করলে সেটি বন্ধ করে। এছাড়াও মেমরি ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক এবং ব্যাটারি অপটিমাইজেশনও ভাল হয়।
advertisement
6/8
বিশেষজ্ঞরা বলেন, ফোন দীর্ঘদিন ভাল রাখতে হলে সপ্তাহে অন্তত তিনবার রিস্টার্ট করা উচিৎ।
advertisement
7/8
মোবাইল কমিউনিকেশন কোম্পানি টি-মোবাইলের মতে, সপ্তাহে অন্তত একবার যে কোনও স্মার্টফোন রিস্টার্ট করতে পারলে ভাল।
advertisement
8/8
স্যামসাং জানিয়েছে, তাদের গ্যালাক্সি মডেলের ফোনগুলি প্রতিদিন রিস্টার্ট করা উচিত। Samsung Galaxy ফোনে স্বয়ংক্রিয় রিস্টার্ট সেট করার একটি বিকল্পও রয়েছে। সেটিংসে গিয়ে চেক করতে পারেন সেটি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
স্মার্টফোন Restart করা উচিত কতদিন পর পর? জানা থাকলে ফোন ভাল থাকবে অনেকদিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল