স্মার্টফোন Restart করা উচিত কতদিন পর পর? জানা থাকলে ফোন ভাল থাকবে অনেকদিন
- Published by:Suman Majumder
Last Updated:
Smartphone Restart: কতদিন পর পর স্মার্টফোন Restart করা ভাল? শুনে নিন আজ।
advertisement
1/8

অনেকেই মাঝেমধ্যে নিজের স্মার্টফোন রিস্টার্ট করেন। তবে অনেকেরই এই অভ্যেসটা নেই। স্মার্টফোন এখন আমাদের জীবনের অঙ্গ। ফলে সেটি দীর্ঘদিন সচল রাখাটা এখন অনেকের কাছে দরকারি।
advertisement
2/8
স্মার্টফোন এখন মিনি কম্পিউটারের মতো কাজ করছে। যে কোনও সময় এই ডিভাইস আমাদের কাজে লাগে।
advertisement
3/8
অনেকেই অভিযোগ করেন, স্মার্টফোন দীর্ঘদিন চলে না। তবে কয়েকটি টিপস মেনে চললে স্মার্টফোন দীর্ঘদিন ভাল রাখা সম্ভব।
advertisement
4/8
বহু ফোন প্রস্তুতকারক সংস্থা ফোন রিস্টার্ট করতে বলে। নির্দিষ্ট সময় পর পর ফোন রিস্টার্ট করলে সেটা অনেকদিন ভাল থাকে।
advertisement
5/8
ফোন রিস্টার্ট করলে মেমরি ক্লিয়ার হয়। কোনো অ্যাপ সমস্যা করলে সেটি বন্ধ করে। এছাড়াও মেমরি ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক এবং ব্যাটারি অপটিমাইজেশনও ভাল হয়।
advertisement
6/8
বিশেষজ্ঞরা বলেন, ফোন দীর্ঘদিন ভাল রাখতে হলে সপ্তাহে অন্তত তিনবার রিস্টার্ট করা উচিৎ।
advertisement
7/8
মোবাইল কমিউনিকেশন কোম্পানি টি-মোবাইলের মতে, সপ্তাহে অন্তত একবার যে কোনও স্মার্টফোন রিস্টার্ট করতে পারলে ভাল।
advertisement
8/8
স্যামসাং জানিয়েছে, তাদের গ্যালাক্সি মডেলের ফোনগুলি প্রতিদিন রিস্টার্ট করা উচিত। Samsung Galaxy ফোনে স্বয়ংক্রিয় রিস্টার্ট সেট করার একটি বিকল্পও রয়েছে। সেটিংসে গিয়ে চেক করতে পারেন সেটি।