TRENDING:

Bike Engine OIl: কত দিন বাদে বাইকের ইঞ্জিন অয়েল বদলানো উচিত? ভাল মাইলেজ চাইলে জেনে রাখুন

Last Updated:
Bike Engine Oil: বাইক যদি পুরনো হয় তা হলে ২ থেকে ৩ হাজার কিমি পর পর ইঞ্জিন অয়েল বদলে ফেলা উচিত। তাতে পুরনো বাইক থেকেও আপনি ভাল মাইলেজ পেতে পারেন।
advertisement
1/6
কত দিন বাদে বাইকের ইঞ্জিন অয়েল বদলানো উচিত? ভাল মাইলেজ চাইলে জেনে রাখুন
আপনি যদি সময়মতো বাইকের ইঞ্জিন অয়েল না বদলান, তা হলে ইঞ্জিনের কর্মক্ষমতা কমে যেতে পারে। নিচে বাইকের ইঞ্জিন অয়েল বদলানোর সঠিক সময় ও লক্ষণগুলি দেওয়া হলো। বাইকের ইঞ্জিন অয়েল কখন বদলানো উচিত? এই নিয়ে অনেকের মনে প্রশ্ন।
advertisement
2/6
বাইকের মডেল ও ইঞ্জিনের ধরন অনুযায়ী অয়েল বদলানোর সময়ের তফাত হতে পারে। নতুন বাইকের ক্ষেত্রে প্রথম সার্ভিসে প্রায় ৫০০-৭৫০ কিমি চলার পর ইঞ্জিন অয়েল বদলানো হয়।
advertisement
3/6
সিনথেটিক অয়েল ব্যবহার করলে আপনি ৫ থেকে সাড়ে পাঁচ হাজার কিমি পর পর ইঞ্জিন অয়েল বদলাতে পারেন। তবে বাইক খুব পুরনো হলে কিন্তু ব্যাপারটা আলাদা হবে।
advertisement
4/6
বাইক যদি পুরনো হয় তা হলে ২ থেকে ৩ হাজার কিমি পর পর ইঞ্জিন অয়েল বদলে ফেলা উচিত। তাতে পুরনো বাইক থেকেও আপনি ভাল মাইলেজ পেতে পারেন।
advertisement
5/6
শহরে ট্র্যাফিকের কারণে বারবার ব্রেক কষতে হয়, গিয়ার বদল করতে হয়, ক্লাচ চাপতে হয়। ফলে ইঞ্জিনের উপর বেশি চাপ পড়ে। এই কারণে, প্রতি ৩০০০ কিমি পর ইঞ্জিন অয়েল বদলানো ভাল। হাইওয়েতে বাইক লাগাতার চলে, এতে ইঞ্জিন অয়েল ধীরে ধীরে খারাপ হয়। এই অবস্থায় ৪০০০-৫০০০ কিমি পর্যন্ত চালিয়ে তার পর অয়েল বদলানো যায়।
advertisement
6/6
ব সময় বাইকের ম্যানুয়াল অনুযায়ী এবং মেকানিকের পরামর্শ অনুযায়ী অয়েল বদলান। ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করলে ইঞ্জিন দীর্ঘস্থায়ী ও মাইলেজ ভাল থাকে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Bike Engine OIl: কত দিন বাদে বাইকের ইঞ্জিন অয়েল বদলানো উচিত? ভাল মাইলেজ চাইলে জেনে রাখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল