TRENDING:

Electricity: বিদ্যুৎ খরচ বাঁচাতে চান? ঘরের এই জিনিসটি কেনার আগে দেখুন, ম্যাজিকের মতো কমবে বিল

Last Updated:
Electricity: যদি কেউ নতুন এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবেন, তাহলে অবশ্যই ভাল ওয়ারেন্টি এবং কাস্টমার সাপোর্ট-এর দিকটি দেখে নেওয়া দরকার।
advertisement
1/7
বিদ্যুৎ খরচ বাঁচাতে চান? ঘরের এই জিনিসটি কেনার আগে দেখুন, ম্যাজিকের মতো কমবে বিল
*বাতাসে বাড়ছে দূষণের পরিমাণ। বিশেষত রাজধানী দিল্লির মতো শহরে শ্বাস নেওয়াই দুষ্কর। কলকাতার পরিস্থিতিও খুব ভাল নয়। এই অবস্থায় অনেকেই বাড়িতে ‘এয়ার পিউরিফায়ার’ লাগানোর কথা ভাবছেন। কিন্তু তার আগে জেনে নেওয়া দরকার এটির ব্যবহার বাড়ির বিদ্যুৎ খরচ কতখানি বাড়িয়ে দিতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*দেশের অনেক জায়গাতেই বায়ু দূষণের পরিমাণ এতই বেশি যে, খানিকটা শ্বাস নেওয়ার জন্য এয়ার পিউরিফায়ার আবশ্যিক হয়ে যাচ্ছে। অনেকেই ইতিমধ্যে বাড়িতে এয়ার পিউরিফায়ার ইনস্টল করে ফেলেছেন। যদি কেউ ২৪ ঘণ্টা বিশুদ্ধ বাতাসের প্রয়োজন অনুভব করেন, তাহলে অবশ্যই বিদ্যুৎ খরচ অনেকখানি বাড়বে। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*এটা ঠিক যে, নিয়মিত এয়ার পিউরিফায়ার ব্যবহার করলে বিদ্যুতের বিল বাড়বে। তবে ঠিক কতটা বাড়বে, তা নির্ভর করবে ইনস্টল করা নির্দিষ্ট মডেলের উপর। সেই সঙ্গে এটাও দেখতে হবে, দিনে কতক্ষণ বা কত ঘন ঘন তা ব্যবহার করা হচ্ছে। এমন কিছু এয়ার পিউরিফায়ার রয়েছে, যা খানিকটা হলেও সাশ্রয়ী। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*যদি বিদ্যুৎ সাশ্রয়ের কথা ভেবেই এয়ার পিউরিফায়ার লাগানো হয়, তবে শুধুমাত্র উচ্চমানের স্টার রেটিং-সহ এয়ার পিউরিফায়ারই কেনা উচিত। শুধু তাই নয়, এয়ার পিউরিফায়ার ব্যবহারের সময় টাইমার রাখাও জরুরি। যাতে এটি স্বয়ংক্রিয় ভাবে শুধু সেই সময়ই কাজ করে যখন বাড়িতে তার প্রয়োজন রয়েছে। তাতে বিদ্যুতের খরচ অনেকখানি কমানো যাবে। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*বেশিরভাগ এয়ার পিউরিফায়ার শুধুমাত্র একটি পাখা চালানোর জন্য বিদ্যুৎ ব্যবহার করে। কিছু পিউরিফায়ারে লাইটিংও থাকে। এর সর্বনিম্ন গতি ২০W প্রতি ঘণ্টা এবং সর্বোচ্চ গতিতে ৮০W প্রতি ঘণ্টা হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*ক্লিন এয়ার ডেলিভারি রেট (CADR) হল এমন একটি রেটিং যা দিয়ে চিহ্নিত হয়, এয়ার পিউরিফায়ার প্রতি ঘণ্টায় কতটা বাতাস পরিষ্কার করতে পারে। CADR রেটিং যত বেশি হবে, এয়ার পিউরিফায়ার তত বেশি এবং দ্রুত বাতাস পরিষ্কার করতে পারবে। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*যদি কেউ নতুন এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবেন, তাহলে অবশ্যই ভাল ওয়ারেন্টি এবং কাস্টমার সাপোর্ট-এর দিকটি দেখে নেওয়া দরকার। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Electricity: বিদ্যুৎ খরচ বাঁচাতে চান? ঘরের এই জিনিসটি কেনার আগে দেখুন, ম্যাজিকের মতো কমবে বিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল