TRENDING:

Refrigerator Electricity Consumption: ২৪ ঘণ্টা ফ্রিজ চললে একদিনে কতটুকু বিদ্যুৎ খরচ হয়? ৩০ দিনে কত টাকা বিল আসতে পারে? জানুন সহজ হিসাব

Last Updated:
Refrigerator Electricity Consumption: রেফ্রিজারেটর বা ফ্রিজ প্রতিটি বাড়িতে অপরিহার্য বলে মনে করা হয়। এটি আজ প্রতিটি পরিবারের মৌলিক চাহিদায় পরিণত হয়েছে। গরমে ঠান্ডা জল থেকে শুরু করে খাদ্যদ্রব্য সংরক্ষণ সবকিছুতেই ফ্রিজ ব্যবহার করা হয়।
advertisement
1/6
২৪ ঘণ্টা ফ্রিজ চললে একদিনে কতটুকু বিদ্যুৎ খরচ হয়?৩০ দিনে কত টাকা বিল আসতে পারে?জানুন হিসাব
*রেফ্রিজারেটর বা ফ্রিজ প্রতিটি বাড়িতে অপরিহার্য বলে মনে করা হয়। এটি আজ প্রতিটি পরিবারের মৌলিক চাহিদায় পরিণত হয়েছে। গরমে ঠান্ডা জল থেকে শুরু করে খাদ্যদ্রব্য সংরক্ষণ সবকিছুতেই ফ্রিজ ব্যবহার করা হয়। আপনি কি কখনও ভেবে দেখেছেন ২৪ ঘণ্টা একটানা রেফ্রিজারেটর চালু রাখলে দিনে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার খরচ হয়? তাঁর জন্য মাসে খরচ হয় কত টাকা?
advertisement
2/6
*সাধারণত মানুষ বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নানা বৈদ্যুতিন জিনিস সাময়িক সময়ের জন্য বন্ধ রাখলেও, ফ্রিজ চালু থাকে দিনভর। জানুন ২৪ ঘণ্টা ফ্রিজ চালালে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়, ৩০ দিন পর এর জন্য কত বিদ্যুৎ বিল পেতে পারেন?
advertisement
3/6
*একটানা ২৪ ঘণ্টা ফ্রিজ চালালে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়। বাজাজ ফিনসার্ভের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত ১ দিনে ফ্রিজে ১ থেকে ২ ইউনিট বিদ্যুৎ খরচ হয়, সে অনুযায়ী ৩০ দিনে ৩০ ইউনিট বিদ্যুৎ খরচ হবে অথবা ২ ইউনিট হারে ৬০ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।
advertisement
4/6
*এই হিসাব অনুযায়ী ৩০ দিন হিসাব করলে আপনার ফ্রিজ চলবে ২৪ ঘণ্টা আর আপনার এলাকায় বিদ্যুতের দাম যদি ১০ হাজার টাকা হয়। প্রতি ইউনিট ৭ টাকা, তারপর ৩০ ইউনিট অনুযায়ী ৩০ দিন পর ফ্রিজের দাম ৯০ টাকা। হবে ২১০ হবে। ২ ইউনিট হারে ৩০ দিনের জন্য ৬০ ইউনিট এবং প্রতি ইউনিটে ৭ টাকা হলে বিদ্যুতের খরচ হবে ৪২০ টাকা। বিদ্যুতের খরচ বিভিন্ন মডেলের জন্য পরিবর্তিত হতে পারে।
advertisement
5/6
*রেফ্রিজারেটরটি কত ইউনিট ব্যবহার করবে তা নির্ভর করে আপনার ফ্রিজে কত লিটার জল ধারণ ক্ষমতা রয়েছে তার উপর। উপরের তথ্যটি একটি স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটরের উপর ভিত্তি করে। রেফ্রিজারেটরটি যত বড় হবে, প্রতিটি বিভাগকে শীতল করতে তত বেশি শক্তির প্রয়োজন হবে।
advertisement
6/6
*ফ্রিজে কতটুকু বিদ্যুৎ খরচ হবে তা নির্ভর করে আপনার রেফ্রিজারেটরের রেটিংয়ের উপর। অধিক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য, মানুষ ৫ স্টার রেটিং-সহ একটি রেফ্রিজারেটর কিনে কারণ ৫ স্টার রেটিং-সহ একটি রেফ্রিজারেটর আপনাকে বিদ্যুৎ বিলে অর্থ সাশ্রয় করতে সহায়তা করতে পারে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Refrigerator Electricity Consumption: ২৪ ঘণ্টা ফ্রিজ চললে একদিনে কতটুকু বিদ্যুৎ খরচ হয়? ৩০ দিনে কত টাকা বিল আসতে পারে? জানুন সহজ হিসাব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল