TRENDING:

Smartphone Charging: বলুন তো, ফোন একবার চার্জ দিতে কত টাকা খরচ হয় আপনার? কত কারেন্ট পোড়ে!

Last Updated:
ফোনের মডেল এবং চার্জারের উপর নির্ভর করে কত দ্রুত সেটি চার্জ হবে। তবে সাধারণত একটি ফোন চার্জ হতে ১ ঘণ্টা মতো সময় নেয়। ফাস্ট চার্জিং হলে আরও কম সময় লাগে যদিও।
advertisement
1/7
বলুন তো, ফোন একবার চার্জ দিতে কত টাকা খরচ হয় আপনার? কত কারেন্ট পোড়ে!
ফোন আপনি দিনে কতবার চার্জ দেন! অনেকের উত্তর হবে, এক বা দুই। অনেকে বলবেন, তিন থেকে চারবার। তবে ফোন দিনে কতবার চার্জ দেওয়া ভাল, তা নিয়ে আজ আমরা আলোচনা করব না। যে বিষয় নিয়ে এই প্রতিবেদন তা আরও মজার।
advertisement
2/7
স্মার্টফোন চার্জ করলে কি বিদ্যুতের বিল বাড়ে? এই প্রশ্ন অনেকের মনেই থাকে। আর অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর জানতে পারেন না। আজ আমরা এই বিষয়েই আলোচনা করব।
advertisement
3/7
সাধারণত ৫ থেকে ২০ ওয়াটের মধ্যেই হয় এখনকার ফোনের চার্জার। তবে ফা,স্ট চার্জিংয়ের জন্য ১৮-২০ ওয়াটের চার্জারও দেওয়া হয় কিছু ফোনের সঙ্গে। এই চার্জারগুলি খুব দ্রুত ফোন চার্জ করতে পারে।
advertisement
4/7
ফোনের মডেল এবং চার্জারের উপর নির্ভর করে কত দ্রুত সেটি চার্জ হবে। তবে সাধারণত একটি ফোন চার্জ হতে ১ ঘণ্টা মতো সময় নেয়। ফাস্ট চার্জিং হলে আরও কম সময় লাগে যদিও।
advertisement
5/7
যদি আমরা বলি, ফোন চার্জ করতে একেবারেই বিদ্যুৎ খরচ হয় না, তা হলে ভুল বলা হবে। ১০ ওয়াটের চার্জার দিয়ে ২ ঘন্টায় ফোন চার্জ করলে বিদ্যুৎ খরচ হবে = ১০ ওয়াট × ২ ঘন্টা = ২০ ওয়াট (ওয়াট-ঘন্টা) = ০.০২ ইউনিট। অর্থাৎ ফোন একবার চার্জ করতে মাত্র ০.০২ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।
advertisement
6/7
রোজ একবার ২ ঘণ্টা করে ফোন চার্জ দিলে ০.০২ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। সুতরাং বছরে খরচ হবে ০.০২ × ৩৬৫ = প্রায় ৭ থেকে ১০ ইউনিট বিদ্যুৎ। এবার আপনার এলাকায় বিদ্যুতের ইউনিট কত করে তার উপর নির্ভর করছে মোট খরচ।
advertisement
7/7
যদি আপনার এলাকায় প্রতি ইউনিট দশ টাকা হয়, তা হলে বছরে ফোন চার্জ দিতে গিয়ে ১০ টাকা ইউনিট x ১০ ইউনিট= ১০০ টাকা আপনার খরচ হতে পারে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Smartphone Charging: বলুন তো, ফোন একবার চার্জ দিতে কত টাকা খরচ হয় আপনার? কত কারেন্ট পোড়ে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল