TRENDING:

Air Conditioner: ১ টন এসি আছে বাড়িতে? রোজ ৬ থেকে ৮ ঘণ্টা চালালে মাসে কত বিল আসবে? জেনে রাখুন

Last Updated:
Air Conditioner- ধরুন আপনার বাড়িতে ফাইভ স্টার ১ টনের এসি চলে রোজ ৬ থেকে ৮ ঘণ্টা। তা হলে আপনার মাসে বিদ্যুত পুড়তে পারে ১৬৫ থেকে ১৭০ ইউনিট মতো।
advertisement
1/6
১ টন এসি আছে বাড়িতে? রোজ ৬ থেকে ৮ ঘণ্টা চালালে মাসে কত বিল আসবে? জেনে রাখুন
এসি এখন অনেক বাড়িতেই প্রয়োজনীয়। কারণ গরম যে হারে পড়ছে, তাতে অনেকেই এখন এসি ছাড়া থাকতে পারছেন না। তবে মনে রাখতে হবে, এসি কিন্তু গরম থেকে পাকাপাকিভাবে নিস্তার পাওয়ার রাস্তা নয়। গাছ লাগানোর কোনও বিকল্প নেই। গাছই একমাত্র প্রকৃতির এই উষ্ণতা কমাতে পারে।
advertisement
2/6
বাজারে এখন দেড় টন এসি বিক্রি বেশি। তবে এখনও অনেকে এক টনের এসি কেনেন। কারণ অনেকের বাড়িতে ছোট ঘর থাকে। সেখানে অনেকেই এক টন এসি ইনস্টল করেন। ছোট ঘরে দেড় টন এসি লাগানোর প্রয়োজন মনে করেন না অনেকে।
advertisement
3/6
অনেকে দিনের মধ্যে ৬ থেকে ৮ ঘণ্টা এক টন এসি চালান। আর তাই অনেকেরই আসল মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইলেকট্রিক বিল। তাই অনেকেই জানতে চান, ১ টন এসি দিনে ৬ থেকে ৮ ঘণ্টা চললে মাসে কত বিল আসতে পারে!
advertisement
4/6
ইলেকট্রিক বিল কত আসবে তা নির্ভর করছে এসি কেমন, তার উপর। আপনার বাড়িতে ইনভার্টার নাকি নন-ইনবার্টার এসি ব্যবহার হয়, সেটার উপর অনেক কিছু নির্ভর করে। নন ইনভার্টার এসি হলে বিল একটু বেশি আসবে।
advertisement
5/6
ধরুন আপনার বাড়িতে ফাইভ স্টার ১ টনের এসি চলে রোজ ৬ থেকে ৮ ঘণ্টা। তা হলে আপনার মাসে বিদ্যুত পুড়তে পারে ১৬৫ থেকে ১৭০ ইউনিট মতো।
advertisement
6/6
এবার ধরুন আপনার বাড়িতে থ্রি স্টার ১ টন এসি চলে রোজ ৬ থেকে ৮ ঘণ্টা। হলে মাসে বিদ্যুৎ পুড়তে পারে অন্তত ২৪০ থেকে ২৫০ ইউনিট। এবার আপনার এলাকায় বিদ্যুতের ইউনিট কত টাকা করে তা হিসেব করে নিন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Air Conditioner: ১ টন এসি আছে বাড়িতে? রোজ ৬ থেকে ৮ ঘণ্টা চালালে মাসে কত বিল আসবে? জেনে রাখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল