TRENDING:

AC Bill: দেড় টন এসি মাসে কত বিল তুলছে? জানা যায় সহজেই, কায়দাটা শিখে রাখুন

Last Updated:
প্রচণ্ড গরমে অনেকেই এসি কেনার কথা ভাবছেন। তবে অনেকেই আবার বিদ্যুতের বিলের খরচের কথা ভেবে পিছিয়ে আসেন। আসলে এসি কিনলেই তো হল না, বিদ্যুতের বিল একটা বড় বিষয়। আর সেটাই অনেকের কাছে এসি কেনার ক্ষেত্রে বাধা।
advertisement
1/6
দেড় টন এসি মাসে কত বিল তুলছে? জানা যায় সহজেই, কায়দাটা শিখে রাখুন
প্রচণ্ড গরমে অনেকেই এসি কেনার কথা ভাবছেন। তবে অনেকেই আবার বিদ্যুতের বিলের খরচের কথা ভেবে পিছিয়ে আসেন। আসলে এসি কিনলেই তো হল না, বিদ্যুতের বিল একটা বড় বিষয়। আর সেটাই অনেকের কাছে এসি কেনার ক্ষেত্রে বাধা।
advertisement
2/6
আসলে এসি থেকে কত বিল আসবে তা অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন- এসি কতক্ষণ ব্যবহার করছেন, ঘর কত বড় আর আপনি কত টনের এসি ব্যবহার করছেন, এসি সার্ভিস সময়মতো হয় কি না, এসির ফিল্টার-সহ বিভিন্ন যন্ত্রাংশ ঠিকঠাক কাজ করছে কি না, আপনার এসি ইনভার্টার নাকি নন-ইনভার্টার।
advertisement
3/6
এসি মাসে কতটা বিদ্যুৎ খরচ করে তা জানাও গুরুত্বপূর্ণ। এসি, কুলার এবং ফ্যান কত বিদ্যুৎ খরচ করে তা জানতে হলে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। আর সেটা করতে পারলেই আপনি বিদ্যুতের বিলে সাশ্রয় করতে পারবেন।
advertisement
4/6
আগে একবার ইউনিট মিটার পরীক্ষা করুন। নোট করে রেখে দিন । তার পর এক ঘণ্টা এসি চালিয়ে বন্ধ করুন। এবার রিডিং নিন মিটারের। কত ইউনিট বেড়েছে সেটা খেয়াল করুন। তবে এই সময় বাড়ির অন্য গেজেটস বন্ধ রাখতে পারলে ভাল। তা হলে ঠিকঠাক হিসেব পাবেন, এসি এক ঘণ্টায় ঠিক কতটা কারেন্ট পোড়াচ্ছে। এবার আপনি যত ঘণ্টা এসি চালান, তা থেকে হিসেব করে নিন।
advertisement
5/6
উদাহরণস্বরূপ, ধরুন প্রথমে আপনার মিটার রিডিং ছিল ১০০ ইউনিট। এক ঘণ্টা এসি চালানোর পর ইউনিট হল ১২০। তা হলে বুঝবেন, এসি এক ঘণ্টা চলার পর ২০ ইউনিট কারেন্ট পোড়াচ্ছে। উল্লেখ্য, এক ইউনিট বিদ্যুৎ খরচের অর্থ হল এক ঘণ্টার জন্য ১০০০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করা হয়।
advertisement
6/6
এছাড়া আপনি ট্র্যাকার ডিভাইস ব্যবহার করতে পারেন। ট্র্যাকার ডিভাইস দেখায়, বাড়ির বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ঠিক কত পরিমাণ বিদ্যুৎ খরচ করছে! এই ডিভাইস প্লাগের মতো। বাড়ির দেয়ালের একটি সকেটে লাগাতে পারবেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
AC Bill: দেড় টন এসি মাসে কত বিল তুলছে? জানা যায় সহজেই, কায়দাটা শিখে রাখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল