এক দিনে ফোন কতবার চার্জ দেওয়া উচিত? অনেকেই নিয়ম জানেন না, রোজ ভুল করেন
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Smartphone charging- ফোনের মাধ্যমে আজকাল সব কাজই তো হয়ে যাচ্ছে। ফলে ফোনকে যাতে ঠিক ভাবে চালানো যায়, তার জন্য ব্যাটারির খেয়াল রাখতে হবে। অকারণে বারবার চার্জ করা চলবে না একেবারেই।
advertisement
1/6

কলকাতা: আজকালকার যুগে ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত ফোন ছাড়া বোধহয় একমুহূর্ত চলে না। আর ফোনের মাধ্যমে আজকাল সব কাজই তো হয়ে যাচ্ছে। ফলে ফোনকে যাতে ঠিক ভাবে চালানো যায়, তার জন্য ব্যাটারির খেয়াল রাখতে হবে।
advertisement
2/6
আসলে ফোনের ব্যাটারি অনেকটা গাড়ির তেলের মতো। তেল না থাকলে যেমন গাড়ি চলবে না, তেমনই ব্যাটারি ছাড়া ফোন অচল। ফলে বোঝাই যাচ্ছে, ফোন চালু রাখতে গেলে ব্যাটারি থাকা কতটা জরুরি। তাই ফোনের ব্যাটারি লো দেখালে টেনশন বেড়ে যায়। ব্যাটারি কমতে থাকলে টেনশন আরও বাড়তে থাকে। আর বাইরে থাকলে তো কথাই নেই! কারণ বাইরে থাকলে বোঝা যায় না যে, কোথায় ফোন চার্জ করা যায়।
advertisement
3/6
এখন প্রশ্ন হচ্ছে, দিনে কত বার ফোন চার্জে বসানো উচিত। কিন্তু কত সময় অন্তর ফোন চার্জ করা উচিত। জেনে নেওয়া যাক সেটাই। নির্দিষ্ট ভাবে এর কোনও জবাব দেওয়া যায় না।
advertisement
4/6
দিনে অন্তত ২ বার ফোন চার্জে বসানো উচিত। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে, অতিরিক্ত চার্জ ফোনের জন্য খারাপ হতে পারে। যার অর্থ হল, বারবার ফোন চার্জে বসানো ঠিক নয়। এতে ফোনের ব্যাটারি তাড়াতাড়ি আরও নষ্ট হতে পারে।
advertisement
5/6
এক্ষেত্রে একটি নিয়ম মনে রাখতে হবে। আসলে ফোনের ব্যাটারির স্বাস্থ্য ভাল রাখতে গেলে সমস্ত ব্যবহারকারীর ২০-৮০ নীতি মেনে চলা উচিত। বিষয়টা সহজ ভাবে বলা যাক।
advertisement
6/6
আসলে ফোনের ব্যাটারির চার্জ যখন ২০ শতাংশ থাকবে, সেই সময়েই তা চার্জে বসিয়ে দিতে হবে। এরপর তা ৮০ শতাংশে পৌঁছলে চার্জিং রিমুভ করা আবশ্যক। এতে ব্যাটারির আয়ু বাড়বে। তবে বারবার ফোন চার্জে বসানো থেকে বিরত থাকতে হবে। কারণ এতে ব্যাটারি নষ্ট হতে পারে। আর তা দুর্বল হয়ে যায়।