TRENDING:

আধার কার্ডে কতবার নাম, ঠিকানা, মোবাইল নম্বর বদলানো যায়? ৯৯% মানুষই জানেন না

Last Updated:
Adhaar Card- একজন ব্যক্তি যতবার খুশি আধার কার্ডের তথ্য আপডেট করতে পারেন না। নাম থেকে শুরু করে ফোন নম্বর পর্যন্ত বিভিন্ন তথ্য আপডেটের বা পরিবর্তনের নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে।
advertisement
1/7
আধার কার্ডে কতবার নাম, ঠিকানা, মোবাইল নম্বর বদলানো যায়? ৯৯% মানুষই জানেন না
সব কাজেই এখন আধার কার্ড লাগে। সেটা স্কুলে ভর্তি হওয়াই হোক কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা। ভুল তথ্য থাকলে সমস্যাতেও পড়তে হয়। তবে আধার কার্ডের তথ্য আপডেট করা যায়। অর্থাৎ কোনও ভুল থাকলে শুধরে নেওয়ার সুযোগ রয়েছে।
advertisement
2/7
কিন্তু কতবার? একজন ব্যক্তি যতবার খুশি আধার কার্ডের তথ্য আপডেট করতে পারেন না। নাম থেকে শুরু করে ফোন নম্বর পর্যন্ত বিভিন্ন তথ্য আপডেটের বা পরিবর্তনের নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। তাই আধার কার্ডের কোনও তথ্য পরিবর্তন করতে চাইলে, তা কতবার করা যায়, সেটা জেনে রাখা প্রয়োজন।
advertisement
3/7
কতবার ফোন নম্বর বদলানো যায়: রেজিস্টার্ড মোবাইল নম্বরে যদি কোনও ভুল থাকে, বা গ্রাহক পরিবর্তন করতে চান, তাহলে গ্রাহক যতবার খুশি তা করতে পারেন। এর কোনও সীমা বেঁধে দেয়নি UIDAI। কারণ অনেকেরই একাধিকবার নম্বর বদলানোর অভ্যাস রয়েছে।
advertisement
4/7
কতবার নাম পরিবর্তন করা যায়: একজন ব্যক্তি জীবদ্দশায় দুইবার আধার কার্ডের নাম পরিবর্তন করতে পারবেন। অনেক সময় নামের বানানে ভুল থাকে। এ ক্ষেত্রেও দুইবার সংশোধন করা যায়। তবে নাম পরিবর্তনের জন্য প্রমাণ হিসেবে প্যান কার্ড, পাসপোর্ট বা ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট দাখিল করতে হবে।
advertisement
5/7
জন্মতারিখ কতবার পরিবর্তন করা যায়: জন্মতারিখ মাত্র একবারই আপডেট বা পরিবর্তন করা যায়। এর জন্য বার্থ সার্টিফিকেট বা এডুকেশনাল সার্টিফিকেট জমা দিতে হবে। UIDAI-এর জন্মতারিখ পরিবর্তনের নিয়ম অত্যন্ত কঠোর।
advertisement
6/7
ঠিকানা পরিবর্তনের কোনও সীমা নেই: নতুন বাড়ি ভাড়া নিলে বা স্থায়ী ঠিকানা বদলালে আধার কার্ডেও ঠিকানা আপডেট করতে হয়। অনেকেরই বদলির চাকরি হয়। ব্যবসার সূত্রেও অনেককে বাসা বদল করতে হয় বারবার। তাই আধার কার্ডে ঠিকানা পরিবর্তনের নির্দিষ্ট কোনও সীমা বেঁধে দেওয়া হয়নি। একজন ব্যক্তি যতবার খুশি করতে পারেন। তবে এর জন্য ঠিকানার বৈধ প্রমাণপত্র জমা দিতে হবে। যেমন বিদ্যুৎ বিল, ভাড়ার চুক্তিপত্র, ব্যাঙ্ক ডিটেইলস ইত্যাদি।
advertisement
7/7
অফলাইনে তো বটেই, অনলাইনে ঘরে বসেও আধার কার্ড আপডেট করতে পারেন যে কেউ। অনলাইনে সাধারণত নাম, জন্মতারিখ, ঠিকানা, লিঙ্গ ইত্যাদি তথ্য আপডেট করা যায়। আর যদি ফিঙ্গারপ্রিন্ট বা আইরিশ স্ক্যান করার দরকার হয় তাহলে আধার সেন্টারেই যেতে হবে। মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলেও আধার সেন্টারে যাওয়া বাধ্যতামূলক।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
আধার কার্ডে কতবার নাম, ঠিকানা, মোবাইল নম্বর বদলানো যায়? ৯৯% মানুষই জানেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল