TRENDING:

২৪ ঘণ্টার মধ্যে 'কতবার' ফোন চার্জ দেওয়া যায়? ভুল করলেই ব্য়াটারি 'শেষ', জেনে রাখুন

Last Updated:
Mobile Charging tips- একটি নিয়ম মনে রাখতে হবে। আসলে ফোনের ব্যাটারির স্বাস্থ্য ভাল রাখতে গেলে সমস্ত ব্যবহারকারীর ২০-৮০ নীতি মেনে চলা উচিত। বিষয়টা সহজ ভাবে বলা যাক।
advertisement
1/7
২৪ ঘণ্টার মধ্যে 'কতবার' ফোন চার্জ দেওয়া যায়? ভুল করলেই ব্য়াটারি 'শেষ', জেনে রাখুন
ফোনের মাধ্যমে আজকাল সব কাজই তো হয়ে যাচ্ছে। ফলে ফোনকে যাতে ঠিক ভাবে চালানো যায়, তার জন্য ব্যাটারির খেয়াল রাখতে হবে। অকারণে বারবার চার্জ করা চলবে না একেবারেই। তাতে ফোনের ব্যাটারির বারোটা বাজতে বেশি সময় লাগবে না।
advertisement
2/7
এই সময় ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত ফোন ছাড়া বোধহয় একমুহূর্ত চলে না। এত বেশি পরিমাণে ফোন দেখার ফলে চোখে বিভিন্ন সমস্যা হচ্ছে অনেকের।
advertisement
3/7
ফোনের ব্যাটারি অনেকটা গাড়ির তেলের মতো। তেল না থাকলে যেমন গাড়ি চলবে না, তেমনই ব্যাটারি ছাড়া ফোন অচল। ফলে বোঝাই যাচ্ছে, ফোন চালু রাখতে গেলে ব্যাটারি থাকা কতটা জরুরি। তাই ফোনের ব্যাটারি লো দেখালে টেনশন বেড়ে যায়। ব্যাটারি কমতে থাকলে টেনশন আরও বাড়তে থাকে। আর বাইরে থাকলে তো কথাই নেই! কারণ বাইরে থাকলে কোথায় ফোন চার্জ করা যায়, সেটাই বড় সমস্যা।
advertisement
4/7
প্রশ্ন হচ্ছে, দিনে কত বার ফোন চার্জে বসানো উচিত। কিন্তু কত সময় অন্তর ফোন চার্জ করা উচিত। জেনে নেওয়া যাক সেটাই। নির্দিষ্ট ভাবে এর কোনও জবাব দেওয়া যায় না। তবে আপনি কিছু ট্রিকস ফলো করতে পারেন। তাতে ফোনের ব্যাটারির আয়ু বাড়তে পারে।
advertisement
5/7
দিনে অন্তত ২ বার ফোন চার্জে বসানো উচিত। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে, অতিরিক্ত চার্জ ফোনের জন্য খারাপ হতে পারে। যার অর্থ হল, বারবার ফোন চার্জে বসানো ঠিক নয়। এতে ফোনের ব্যাটারি তাড়াতাড়ি আরও নষ্ট হতে পারে।
advertisement
6/7
একটি নিয়ম মনে রাখতে হবে। আসলে ফোনের ব্যাটারির স্বাস্থ্য ভাল রাখতে গেলে সমস্ত ব্যবহারকারীর ২০-৮০ নীতি মেনে চলা উচিত। বিষয়টা সহজ ভাবে বলা যাক। ফোনের ব্যাটারি ৮০ শতাংশের বেশি চার্জ করা যাবে না। আর ফোনের ব্যাটারির ২০ শতাংশের নিচে নামলে চার্জে বসাতে হবে।
advertisement
7/7
আপনি চাইলে ফোনে ওভারচার্জিং প্রোটেকশন অপশন অন রাখতে পারেন। তাতে ফোন ৮০ শতাংশের পর ধীরে ধীরে চার্জ নেবে। ততক্ষণে আপনি ফোন চার্জ থেকে সরানোর সময় পেয়ে যাবেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
২৪ ঘণ্টার মধ্যে 'কতবার' ফোন চার্জ দেওয়া যায়? ভুল করলেই ব্য়াটারি 'শেষ', জেনে রাখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল