Hot water in Winter: গিজার লাগবেই না গোটা শীত...! তুমুল সস্তার নির্ঝঞ্ঝাট 'এই' মেশিনই ২৪ ঘণ্টা দেবে ফুটন্ত গরম জল! দুর্দান্ত মুশকিল আসান
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Hot water in Winter: চড়া দামের গিজার ছাড়ুন! মাত্র ১০০০ টাকাতেই ঘরে আনুন 'এই' মেশিন। কনকনে শীতে ২৪ ঘণ্টা দেবে গরম জল!
advertisement
1/10

শীত ঢুকে পড়েছে আবহাওয়ায়। আর শীত পড়তেই শীতকাতুরেরা ঠান্ডা জলের ভয়ে স্নান এড়িয়ে যাওয়া শুরু করে দিয়েছেন নির্ঘাত। কারণ বছরের এই সময়টা ট্যাঙ্কের জল থাকে কনকনে ঠান্ডা। যা দিয়ে স্নান করতে গিয়ে প্রকৃত অর্থেই হাড়হিম হওয়ার হাল হয়।
advertisement
2/10
বিশেষ করে সকাল ও রাতে ট্যাঙ্কের জল খুব ঠাণ্ডা থাকে এবং এমন অবস্থায় জল গরম ছাড়া স্নান করা অসম্ভব হয়ে দাঁড়ায়। আর সেই সমস্যার কারণেই সবাই বাড়িতে গিজার আনার কথা ভাবেন।
advertisement
3/10
কিন্তু এই গ্যাজেটটি যথেষ্ট ব্যয়বহুল। তাই মধ্যবিত্তের পকেট অনেক ক্ষেত্রেই একটি ব্যয়বহুল গিজার ইনস্টল করতে সক্ষম হয় না। ফলে বাড়ে হয়রানি। গ্যাস স্টোভে বা উনুনে বার বার জল গরম করে সেই জল ব্যবহার করতে হয়।
advertisement
4/10
কিন্তু স্টোভে বা রান্নার গ্যাসে প্রতিটা কাজের জন্য জল গরম করা খুবই শ্রমসাধ্য কাজ। আবার ঠান্ডা জলে হাত দেওয়াও কঠিন হয়ে পরে যতই নামতে থাকে আবহাওয়ার পারদ।
advertisement
5/10
দেখা যায় এমনকি আপনি যদি সব থেকে কম দামের গিজারটিও কিনতে যান তবে আপনাকে খরচ করতে হবে প্রায় ৫০০০ টাকা। কিন্তু যদি জানেন মাত্র হাজার টাকা খরচ করেই আপনি এমন একটি ম্যাজিক মেশিন ঘরে আনতে পারেন যা দিয়ে অবিরত পাওয়া যাবে গরম জল?
advertisement
6/10
বাজারে এসে গিয়েছে Fortay 100L ইনস্ট্যান্ট ওয়াটার গিজার। আর জানলে আরও অবাক হবেন যে এই ইনস্ট্যান্ট গিজারটি কিনতে চাইলে ২০% পর্যন্ত ছাড় পেতে পারেন আপনি। Flipkart থেকে কিনতে গ্রাহকদের এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের জন্য মাত্র ১,৫৯৯ টাকা খরচ করতে হবে।
advertisement
7/10
এই ওয়াটার হিটার দেখতে হুবহু একটি ওয়াটার ট্যাপের মতো। এতে রয়েছে এলইডি ডিজিটাল ডিসপ্লে-সহ ফাস্ট ইলেকট্রিক ফসেট। এটি 100L জল ধারণের ক্ষমতা-সহ আসে।
advertisement
8/10
ইনস্ট্যান্ট বৈদ্যুতিক ওয়াটার হিটার আপনার বাথরুম এবং রান্নাঘর উভয়ের জন্যই বেশ উপযোগী হতে পারে। এই জলের ট্যাপটি Flipkart থেকে ৭৩% ছাড়ে কেনা যাবে।
advertisement
9/10
ডিসকাউন্টের ফলে এটি ৫,৯৯৯ টাকার পরিবর্তে ১,৫৯৯ টাকায় বাড়িতে আনা যাবে। প্রথম দেখায় আপনার মনে হবে এটি একটি কল এবং এটির বডি পিতলের তৈরি। তবে এই কল লাগালেই আপনি পাবেন গরম জল।
advertisement
10/10
NEXOMS ইনস্ট্যান্ট গরম জলের ট্যাপ দেওয়ালেও লাগানো যায়। আর এর ডিজাইন একটি সাধারণ ট্যাপের মতোই হয়। এই ট্যাপটি Amazon থেকে ২৯% ছাড়ে কেনা যাবে। এই ছোট হিটারটি অ্যামাজন থেকে ৩,৭৯৯ টাকার পরিবর্তে ২,৬৯৯ টাকায় কেনা যাবে। প্রতীকী ছবি