ল্যাপটপ কিনবেন ভাবছেন? সঠিক মডেল বেছে নিন 'এভাবে', না হলে ঠকতে হবে
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Laptop Buying tipes: আপনি ল্যাপটপ কোন কাজের জন্য সবথেকে বেশি ব্যবহার করবেন , তা সবার আগে নির্বাচন করতে হবে। সেই হিসেবে আপনাকে ল্যাপটপের মডেল বাছাই করতে হবে। না হলে কিন্তু পরে সমস্যায় পড়বেন!
advertisement
1/5

ল্যাপটপ কিনবেন ভাবছেন? পছন্দ করে উঠতে পারছেন না? ল্যাপটপ কেনার আগে কি কি দেখে নেওয়া উচিত?জানুন বিশেষজ্ঞের মত।
advertisement
2/5
আইটি শোরুমে কাজ করা অভিজ্ঞ কর্মী দীপ দাস বলছেন, আপনি কি কারণে ল্যাপটপ কিনতে চাইছেন, অর্থাৎ আপনি ল্যাপটপটি কোন কাজের জন্য সবথেকে বেশি ব্যবহার করবেন , তা সবার আগে নির্বাচন করতে হবে।
advertisement
3/5
তিনি জানিয়েছেন, যদি ল্যাপটপটি ভিডিও বা ফটো এডিটিং অথবা ভিডিও গেমিং এর জন্য ব্যবহার করতে চাইছেন, তাহলে তার কনফিগারেশন অবশ্যই ভাল হওয়া উচিত। থাকা উচিত গ্রাফিক্স কার্ড। পাশাপাশি ৮ জিবির বেশি RAM থাকা প্রয়োজন।
advertisement
4/5
যদি আপনি, সাধারণ কাজকর্ম করতে চান অর্থাৎ অফিস প্যাকেজ চালানো, ভিডিও স্ট্রিমিং ইত্যাদি করতে চান, তাহলে মিডিয়াম রেঞ্জের ল্যাপটপ আপনার জন্য সবথেকে ভাল হবে। এক্ষেত্রে কম RAM বা গ্রাফিক্স কার্ড থাকলে খুব বেশি অসুবিধা হবে না।
advertisement
5/5
আর যদি নিতান্তই সাধারণ কাজ অর্থাৎ ইন্টারনেট এক্সেস বা এক্সেল, ওয়ার্ডের সাধারণ কাজ করতে চান, তাহলে Chrome Book বা এই জাতীয় ল্যাপটপ কেনার পরামর্শ দিয়েছেন তিনি।