Heineken Beer Sneaker: জুতোর সোলে টলটল করছে এক গ্লাস বিয়ার! অবাক করে দেবে এই স্নিকার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Heineken Beer Sneaker: জুতোর সোলে রাখা যাবে এক গ্লাস বিয়ার! এমনও হয়! দেখুন অবাক করা স্নিকার।
advertisement
1/6

জুতোর সোলে টলটল করছে এক গ্লাস বিয়ার। বিশ্বাস হচ্ছে না তো? একেবারে সত্যি কথা। হেইনিকেন-এর এই জুতো দেখে আপনি অবাক হয়ে যাবেন।
advertisement
2/6
এই অসাধারণ জুতোর ডিজ়াইনার ডমিনিক সিয়ামব্রোম। তাঁকে সারা বিশ্ব জুতোর সার্জেন বলে চেনে। এই জুতোর সোলে বিয়ার রাখা যাবে।
advertisement
3/6
এই দারুন জুতোর নাম ‘হেইনকিকস’ (Heinekicks)। এই স্নিকার পরে হাঁটলে মনে হবে যেন পায়ের নিচে বিয়ার টলটল করছে। এমনই দাবি করছে সংস্থা।
advertisement
4/6
সবুজ, লাল এবং সিলভার রঙের মিশেলে তৈরি করা হয়েছে এই জুতো।
advertisement
5/6
একটি রিপোর্টে দাবি করা হয়েছে, হেইনিকেন মাত্র ৩২ জোড়া হেইনকিক জুতো তৈরি করেছে।
advertisement
6/6
এই জুতোর একটি ভিডিও টুইটারে শেয়ার করেছে সংস্থা। ইতিমধ্যে এই জুতোর চাহিদা তুঙ্গে।