Hot Water Rod: ঠান্ডায় জল গরম করতে সস্তায় দারুন কাজের হিটিং রড, শুধু এই ৩ ভুল না করলেই হল
- Written by:Trending Desk
- trending desk
Last Updated:
হিটিং রড খারাপ হয় কিন্তু আমাদের ব্যবহারের দোষে। এক্ষেত্রে তিনটে জিনিস শুধু মাথায় রাখতে হবে, দেখে নেওয়া যাক সেগুলো কী কী।
advertisement
1/9

ঠান্ডা ঠিক যেতে যেতেও পিছু ছাড়ছে না। এ নিয়ে অভিযোগ করা বৃথা। শীত এসেছে যখন, তার প্রভাব তো থাকবেই। ফলে, ঠান্ডা লাগলে গায়ে দিতে হবে পর্যাপ্ত গরম জামা, পায়ে মোজা, দরকারে হাতে দস্তানাও পরতে হবে বইকি।
advertisement
2/9
স্নান করতে হবে গরম জলে। খেতে হবে গরম খাবার। এই সব কিছু ঠিক থাকলেও একটা মোক্ষম প্রশ্ন বিব্রত করে তুলতেই পারে। আসলে, যাঁরা সারা দিন নানা কাজের জন্য জল ঘাঁটেন, না ঘেঁটে উপায় থাকে না আর কী, তাঁরা কী করবেন?
advertisement
3/9
বলতেই পারেন অনেকে, তার জন্য জল গরম করে নিলেই হয়। এলপিজি গ্যাসে তো আর সেটা করা যাবে না, স্টোভ বা হিটারের ঝক্কিও কম নয়। তাহলে গিজারই সেরা, তাই নয় কি?
advertisement
4/9
অবশ্য, গিজারও খুব একটা কম দামি জিনিস নয়, সে যতই সস্তার মডেল আজকাল বাজার দখল করুক না কেন! এক্ষেত্রে জল গরম করার জন্য একমাত্র কাজে আসে হিটিং রড। বহু বছর ধরে শীতে বাঙালির ঘরে, পাহাড়ি অঞ্চলে ঠান্ডার মধ্যে এটাই মানুষকে প্রয়োজনীয় উষ্ণতা দিয়েছে।
advertisement
5/9
তবে ওই, সব কিছুরই একটা ভাল দিক যেমন আছে, তেমনই খারাপ দিকও আছে। হিটিং রডও তাই সুবিা আর অসুবিধা দুই নিয়েই আমাদের সঙ্গে থাকে। সব ইলেকট্রনিক জনিসে যেমন শক লাগার ভয় থাকে, এখানেও তা আছে, সত্যি বলতে কী একটু বেশিই আছে। সঙ্গে জিনিসটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, এই অভিযোগও ওঠে।
advertisement
6/9
হিটিং রড খারাপ হয় কিন্তু আমাদের ব্যবহারের দোষে। এক্ষেত্রে তিনটে জিনিস শুধু মাথায় রাখতে হবে, দেখে নেওয়া যাক সেগুলো কী কী।
advertisement
7/9
কেনার সময়ে সস্তা, দেশি ব্র্যান্ডের হিটিং রডের দিকে হাত না বাড়ানোই ভাল। বড় ব্র্যান্ডের জিনিসে যে নিরাপত্তা স্তর থাকবে, এখানে তা থাকবে না, ফলে খারাপ হবেই। শুধু শুধু টাকা তখন জলে যাবে।
advertisement
8/9
মডেল কেনার পরে আসে ব্যবহারিক দিক। অনেকেই আগে থেকে হিটিং রড প্লাগ ইন করে গরম করে নেন, তার পর তা জলের বালতিতে ডোবান। এটা একটা মস্ত ভুল, করলে শক লাগার সম্ভাবনাও প্রবল। আগে জলের বালতিতে রডটা ডুবিয়ে তার পরে সুইচ অন করাই উচিত কাজ।
advertisement
9/9
যত্নে রাখলে হিটিং রড অনেক দিন চলে। ফলে, যত পুরনো হবে, এর রক্ষণআবেক্ষণে মন দিতে হবে। দরকারে কয়েল বদলাতে হবে, গায়ে ক্রমাগত ব্যবহারে যে সাদা দাগ পড়ে, সেগুলো উঠিয়ে রাখতে হবে। তাহলেই হিটিং রড পরিষেবা দেবে বছরের পর বছর, গিজার না থাকার দুঃখ আর থাকবে না।