TRENDING:

Heating Rod Mistakes: রড দিয়ে জল গরম করছেন? খুব সাবধান, ছোট্ট ভুলে হতে পারে বড় সর্বনাশ!

Last Updated:
কিন্তু জানেন কি, এই রড সঠিক ভাবে ব‍্যবহার না করলেও কিন্তু বড় বিপদ হতে পারে।
advertisement
1/5
রড দিয়ে জল গরম করছেন? খুব সাবধান, ছোট্ট ভুলে হতে পারে বড় সর্বনাশ!
আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। কখনও গরম তো কখনও ঠান্ডা। এমন আবহাওয়ায় স্নানের জল হাল্কা গরম হলে তা শরীরের পক্ষেও বেশ ভাল। অনেকেই বাড়িতে জল গরম করার জন‍্য হিটিং রড ব‍্যবহার করেন।
advertisement
2/5
কিন্তু জানেন কি, এই রড সঠিক ভাবে ব‍্যবহার না করলেও কিন্তু বড় বিপদ হতে পারে।
advertisement
3/5
ধাতু বিদ্যুতের একটি উত্তম পরিবাহী। তবে, কখনও ধাতব বালতি ব্যবহার করবেন না। এটি মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। সর্বদা এটি ভাল মানের কিনুন যাতে নিরাপত্তার সঙ্গে কোনও আপস না হয়। বহুবার এই হিটিং রড থেকে মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে।
advertisement
4/5
এইগুলি যন্ত্রগুলি ম্যানুয়ালি কাজ করে এবং অটো-কাট করার বিকল্প নেই। তাই এটি খুব সাবধানে কাজ করা জরুরি।
advertisement
5/5
রড গরম করার জন্য প্লাস্টিকের বালতি ব্যবহার করাই নিরাপদ। তবে এক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি। অতিরিক্ত গরম হয়ে গেলেই বালতি গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Heating Rod Mistakes: রড দিয়ে জল গরম করছেন? খুব সাবধান, ছোট্ট ভুলে হতে পারে বড় সর্বনাশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল