Healthy Air: বর্ষায় ঘরের আর্দ্রতা থাকবে নিয়ন্ত্রণে! হাঁপানি বা অ্যালার্জির সমস্যাও থাকবে না! কিনুন এই যন্ত্র
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Piya Banerjee
Last Updated:
Healthy Air: এটি ঘরের ভিতরের বাতাস থেকে অতিরিক্ত জলীয় বাষ্প টেনে নিয়ে বাতাসে আর্দ্রতার পরিমাপ স্থির রাখে।
advertisement
1/5

একটানা দাবদাহের পর ভারতের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টি শুরু হয়েছে। একদিকে যেমন স্বস্তির শ্বাস ফেলেছে সাধারণ মানুষ। তেমনই এবার একটানা বৃষ্টিতে ক্রমবর্ধমান আর্দ্রতার কারণে শুরু হয়েছে অন্যচিন্তা। আসলে এই ভাবে আর্দ্রতা বাড়তে থাকলে নানা ধরনের সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। আবার ঘরের ভিতরে দেয়াল ও আসবাবপত্রে স্যাঁতসেঁতে ভাব তৈরি হয়। অনেক সময় সেখানেও ছত্রাক দেখা যেতে পারে।
advertisement
2/5
এই পরিস্থিতিতে, শরণাপন্ন হওয়া যেতে পারে যন্ত্রের। বর্ষায় সেই ত্রাণকর্তার নাম, ডি-হিউমিডিফায়ার, অর্থাৎ যা বাতাসের আর্দ্রতা শোষণ করে নেবে।ডি-হিউমিডিফায়ার ঘরের ভিতরের বাতাস শুকনো রাখার জন্য ব্যবহার করা হয়। এটি ঘরের ভিতরের বাতাস থেকে অতিরিক্ত জলীয় বাষ্প টেনে নিয়ে বাতাসে আর্দ্রতার পরিমাপ স্থির রাখে। বাড়ির কোনও সদস্যের কোনও স্বাস্থ্য সমস্যা, যেমন, হাঁপানি বা অ্যালার্জির উপসর্গ থাকলে তা থেকে রেহাই দিতে পারে এটি।
advertisement
3/5
তবে শুধু বর্ষাকালই নয়। যাঁরা সমুদ্রোপকূলবর্তী এলাকায় বাস করেন, তাঁদের প্রায় সারা বছরই ভুগতে হয় এই অতিরিক্ত আর্দ্রতা জনিত সমস্যায়। এই পরিস্থিতিতে, খুব ভাল কাজ দিতে পারে একটি ডি-হিউমিডিফায়ার। এটি ছত্রাক সংক্রমণ এবং আর্দ্রতার কারণে দেয়ালে বা কাপড়ে স্যাঁতসেঁতে ভাব তৈরি হওয়া প্রতিরোধ করতে পারে।
advertisement
4/5
এটি বাতাসের আর্দ্রতা শুষে তাজা বাতাস ছেড়ে দেয়। বাতাস থেকে আর্দ্রতা টেনে তাকে জলে রূপান্তর করে একটি পাত্রে সংরক্ষণ করা হয়। এই যন্ত্র যেকোনও জায়গায় বহন করা যেতে পারে।
advertisement
5/5
দাম: ডি-হিউমিডিফায়ারের দাম ৫ হাজার টাকা থেকে শুরু করে ২০-৪০ হাজার টাকা মধ্যে হয়ে থাকে। বর্তমানে Amazon-এ Hysure Dehumidifier-এর 700ml ডি-হিউমিডিফায়ার বিক্রি হচ্ছে মাত্র ১০,৬৫০ টাকায়। এর ক্ষমতা ৭০০ মিলিলিটার এবং এটি একটি ২১৫ বর্গ ফুট ঘরের জন্য আদর্শ। ফলে কিনে নেওয়া যেতেই পারে যেকোনও দিন।